মাসের শেষ দিনে ভারী পতন স্বর্ণবাজারে, মুখ থুবড়ে পড়ল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ মাসের একেবারে শেষ দিনে এসে আবারও ভারী ধস স্বর্ণবাজারে। পরপর দুদিন সোনার দামে (gold price) ভারী পতন দেখে, মুখের হাসি মেলাচ্ছেই না মধ্যবিত্তের। চলতি মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। যার ফলে ব্যবসায়ীর মাথায় হাত পড়লেও, মুখের হাসি বহাল রয়েছে ক্রেতাদের।

মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

GoldDhanteras 0

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৮০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৮০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৫০০ টাকা এবং ১ গ্রামের ৪৯৫০ টাকা।

http com.ft .imagepublish.upp prod us.s3.amazonaws

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৪৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৪৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৬৮০ টাকা এবং ১ গ্রামের ৫০৬৮ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৩০ টাকা।

small PLBANGLE49

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৩.৫০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৩৫ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর