বাংলাহান্ট ডেস্কঃ কালকের পর আজ আবারও বড়সড় ধাক্কা খেল সোনার দাম (gold price)। এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল সোনার দামের গ্রাফ। প্রায় ৪৩ হাজারের মাঝামাঝিতে চলে এল সোনার গ্রাফ। একদিকে ভোট বাজারে বঙ্গের উত্তাপ বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে কমছে সোনার দাম।
সোনার দামের এই ভারী পতন বুধবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বেশ ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমছে রূপোর দামও।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৩ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৬৮০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৬৮ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৪০০ টাকা এবং ১ গ্রামের ৪৬৪০ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩২৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩২৫ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১১০ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৩.২০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৩২ টাকা।