বাংলাহান্ট ডেস্কঃ সোনার দামে (gold price) ভারী পতন অব্যাহত। কালকের পর আজ আবারও বেশ খানিকটা কমল সোনার দাম। দেশের অর্থনৈতিক বাজেট পেশ করার পর থেকে বেশ লাগামহীনভাবে কমছে সোনার দাম। প্রায় প্রতিদিনই একটু একটু করে কমতে কমতে আজ এক ধাক্কায় অনেকটাই নেমেছে সোনার দামের গ্রাফ।
সোনার দামের এই ভারী পতন বৃহস্পতিবার বিকেল ৫ টা পযন্ত দেখা গেল।
সোনার দাম
কলকাতায় আজকের দিনে গহনা সোনার দাম (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম একধাক্কায় ৪৭ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে- ৪৭০৫০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭০৫ টাকা।
দিল্লীতে এই গহনা সোনার আজকের দিনে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৬৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫০ টাকা। যা কলকাতার থেকে বেশ অনেকটাই কম রয়েছে।
উল্টোদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৪৯৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৯৭৫ টাকা।
দিল্লীতে রয়েছে ১০ গ্রামের দাম ৫০৭৩০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০৭৩ টাকা।
সোনার দামের রেট চার্ট দেখলে দেখা যায় কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে দাম রয়েছে সবথেকে কম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৪৩৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৩৫ টাকা।
রূপোর দাম
সোনার দামের পাশাপাশি আজকে কমেছে রূপোর দামও (today’s silver price)। ১ গ্রামের দাম ৬৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৮০ টাকা।