বাড়তে বাড়তে হঠাৎ কমলো সোনার দাম, ঠোঁটের কোণে বাঁকা হাসি মধ্যবিত্তের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নতুন মাসের শুরুতে এসে আবারও ভারী ধস স্বর্ণবাজারে। সোনার দামে (gold price) ভারী পতন দেখে, মুখের হাসি মেলাচ্ছেই না মধ্যবিত্তের। ভাদ্রমাস মলমাস হলেও হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। যার ফলে ব্যবসায়ীর মাথায় হাত পড়লেও, মুখের হাসি বহাল রয়েছে ক্রেতাদের।

মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৮৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৫৫০ টাকা এবং ১ গ্রামের ৪৯৫৫ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৫৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৭৯০ টাকা এবং ১ গ্রামের ৫০৭৯ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৪০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৪০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৫ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৫০ টাকা।

সম্পর্কিত খবর

X