নারী দিবসে মহিলাদের মুখে হাসি, সপ্তাহের শুরুতে আবারও কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতে আজ আবারও কমল সোনার দাম (gold price)। নারী দিবসে নারীদের অন্যতম প্রিয় অলংকারের দাম কম থাকায়, বেশ খানিকটা হাসি ফুটেছে মহিলাদের মুখে। এই দিনে সোনার দাম কম থাকায় অনেকে আবার প্রিয় মানুষকে নিয়ে সোনার দোকানের দিকেও যাত্রা শুরু করেছে।

সোমবার সপ্তাহের শুরুতে স্বর্ণ বাজারের এই পতন বিকেল সাড়ে ৫ টে অবধি বেশ ভালোভাবেই দেখা গেল।

6f65fe135f54fefa67074e32642b15e02147512

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪১২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১২ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৭৬০ টাকা এবং ১ গ্রামের ৪৬৭৬ টাকা।

buy gold

অন্যদিকে দিল্লীতে সোনার দামের গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের ঘরে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২০০ টাকা।

file 20190611 32321 k3juqs 1

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দাম কমলেও বেড়েছে রূপোর দাম। ১০ গ্রাম দাম পড়েছে ৬৬.৫০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৬৫ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর