বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার ধস নামছে স্বর্ণবাজারে। মঙ্গলবারের পর বুধবারও কমলো সোনার দাম (gold price)। ভাদ্রমাস মলমাস হলেও হুড়মুড়িয়ে কমছে সোনার দাম (gold rate)। যার ফলে ব্যবসায়ীর মাথায় হাত পড়লেও, মুখের হাসি বহাল রয়েছে ক্রেতাদের।
বুধবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৬৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৬৫ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৩৫০ টাকা এবং ১ গ্রামের ৪৯৩৫ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬২৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬২৫ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৪৫০ টাকা এবং ১ গ্রামের ৫০৪৫ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১০ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৪.৮০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৪৮ টাকা।