পরপর ৩ দিন লাগাতার পতন স্বর্ণবাজারে, লক্ষ্মীবারে ফের মুখ থুবড়ে পড়ল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ নতুন মাসের শুরুতে পরপর তিন ধরে একনাগাড়ে কমলো সোনার দাম (gold price)। ভাদ্রের প্রায় শেষে এসে সোনালী ধাতুর এই পতন দেখে মধ্যবিত্তের মুখের হাসির অমলিন রয়েছে। সেইসঙ্গে দোকানে দোকানে দেখা যাচ্ছে উপছে পড়া ভিড়ও।

বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

gold rate chennai 1 800x445 1

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৫৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫৪ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯২৪০ টাকা এবং ১ গ্রামের ৪৯২৪ টাকা।

woman tries gold earring inside jewellery showroom market mumbai

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬১০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৩০০ টাকা এবং ১ গ্রামের ৫০৩০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪০০ টাকা।

Bracelet 01

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৩.৯০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৩৯ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর