Bangla Hunt Desk: দূর্গা পূজা (Durga Puja), বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছর পুজোর সময় কলকাতা (Kolkata) আলোর সাজে সেজে ওঠে। পুজোর এই কটা দিন মানুষ সব কিছু ভুলে আনন্দে মেতে ওঠে। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সাজ গোজ, নাচ গান যেন এক অন্য জগতের বাসিন্দা, যেখানে শুধু আনন্দ আর খুশি।
গত বছর থেকেই বাঙালী জানতে পেরেছিল, এবছর কিছুটা হলেও দেরিতে আসবে মা। কিছু নিয়ম বিধি নিষেধ রয়েছে, যার কারণে এবছর মহালয়ার প্রাণ এক মাস পর মা দূর্গা বাপের বাড়িতে আসবেন।
করোনা আতঙ্ক
২০২০-এর প্রথম থেকেই চীনের মহামারি করোনা ভাইরাস, ধীরে ধীরে সমগ্র বিশ্বকে নিজের জালে জড়িয়ে নেয়। চারিদিকে শুধু আতঙ্ক আর মৃত্যু ভয়। বেশ কিছুদিন লকডাউনও চলল। তবে সব কিছু আবারও স্বাভাবিকের দিকে এগোচ্ছে। করোনার কারণে বর্তমান দিনে মাস্ক এবং স্যানেটাইজার মানুষের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
মুখ্যমন্ত্রীর সম্মতি
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী করোনা বিষয়ক সমস্ত বিধি নিষেধ মান্য করেই পুজোর প্রস্তুতিতে সম্মতি জানিয়েছেন। পুজো হবে, তাই মহামারির আতঙ্কের মধ্যেও সেজে উঠছে কলকাতা। চলছে মায়ের আগমনের প্রস্তুতি। চলছে প্যান্ডেল তৈরির কাজ, মূর্তি গঠনের কাজ। প্যান্ডেল কর্তৃপক্ষও এবারে তাঁদের পুজোর আয়োজনের মাঝে করোনা সচেতনতামূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে।
দূর্গা প্রতিমার মুখে রূপোর মাস্ক
সম্প্রতি কলকাতার একটি দুর্গাপূজা কমিটি বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানুষকে সজাগ করতে এক অভিনব পন্থা খুঁজে বের করল। সোমবার খুঁটি পূজার সময় তারা কাঠের একটি দূর্গা প্রতিমা তৈরি করেন। যে প্রতিমার মুখে রয়েছে ৪ গ্রামের একটি রূপোর মাস্ক। সেইসঙ্গে মায়ের দশ হাতে অস্ত্রের বদলে রয়েছে, মাস এবং স্যানেটাইজার।