মনস্কামনা পূর্ণ হতেই মহাদেবের দ্বারে রবি কুমার, পদকজয়ীর ছবি ভাইরাল নেট দুনিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ মীরাবাঈ চানুর পর অলিম্পিকে দ্বিতীয় রৌপ্য পদক জয় করে গোটা ভারতকে গর্বিত করেছিলেন রবি কুমার দাহিয়া। অলিম্পিক সেমিফাইনাল অবধি অজেয় ছিলেন রবি কুমার। সেমিফাইনালের নুরিস্লামকে হারিয়ে রৌপ্য পদক নিশ্চিত করেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ফাইনালে উগুয়েভের কাছে পরাস্ত হতে হয় তাকে, কিন্তু দেশের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক পদক নিশ্চিত করেন তিনি।

হরিয়ানার ছোট্ট গ্রাম থেকে কিভাবে তার উত্থান, এখন সে গল্প সকলেই জানে। তবে বর্তমানে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন রবি কুমার। যদিও এবার তার কুস্তির জন্য নয়, বরং পরম করুণাময় ভগবানের প্রতি তার ভক্তির জন্য। আসলে অলিম্পিক পদক জয়ের পর এখন বিভিন্ন মন্দিরে দেবতাদের দর্শন করছেন এই কুস্তিগীর। আর তারই একটি ছবি এবার ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

ছবিটি টুইটারে ভাগ করে নিয়েছেন হিতেশ শংকর নামের এক নেট নাগরিক। ছবির প্রথমটিতে দেখা যায়, কাঁধে জলের কলসি নিয়ে এগিয়ে চলেছেন রবি কুমার এবং দ্বিতীয় ছবিতে দেখা যায় মন্দিরে শিব লিঙ্গের জলাভিষেক করছেন তিনি। ছবিটি শেয়ার করে ওই নেট নাগরিক লিখেছেন, “অলিম্পিক পদক জেতার কামনায় কুস্তিগীর রবি দাহিয়ার বাড়িতে অখন্ড জ্যোতি জ্বালানো হয়েছিল। সংকল্প পূরণ হল, ইচ্ছা পূরণ হল এবং তারপরেই মহাদেবের জলাভিষেক!”

ছবিটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কেউ কেউ আবার এও বলছেন, আগে যদি শিব মন্দির দর্শন করতেন রবি কুমার, হয়তো তার পদক বদলে যেত সোনায়। যদিও আসল কথা হল নিজের পদক জয়ের পিছনে দিনরাত যে পরিশ্রম করেছেন রবি কুমার, আজ তারই ফল পেয়েছেন তিনি। পরিশ্রম করলেই পাওয়া যায় ভগবানের আশীর্বাদও। যাই হোক, এখন নেট নাগরিকদের মন কেড়ে নিয়েছে এই ছবিটি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর