বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে গোটা দেশে হু হু করে বাড়ছে অনলাইন জালিয়াতি। দেশ যত বেশী ডিজিটাল লেনদেনের পথে এগিয়ে চলেছে ততই পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতির ঘটনা। এবার অনলাইন জালিয়াতি থেকে দেশের জনগনকে স্বস্তি দিতে সিম কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিল মোদি সরকার (modi government)
সিম কার্ড যাচাইয়ে জালিয়াতি ঠেকাতে, টেলিযোগাযোগ বিভাগের বাল্ক ক্রেতা এবং সংস্থাগুলির জন্য গ্রাহক যাচাইয়ের নিয়ম কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে টেলিকম সংস্থাকে নতুন সংযোগ দেওয়ার আগে সংস্থার রেজিষ্ট্রেশন পরখ করা হবে, তারপর প্রতি ৬ মাসে একই ভাবে যাচাই করতে হবে।
সিম কার্ড জালিয়াতি অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রক কোম্পানিগুলির রেজিষ্ট্রেশন যাচাই করবে। কোম্পানিগুলিকে যে সমস্ত এমপ্লয়ি সিম ব্যাবহার করছে তাদের তথ্য প্রতি ৩ মাসে দিতে হবে
কিছুদিন আগেই টেলিযোগাযোগ বিভাগ টেলিযোগাযোগ গ্রাহকদের জন্য ভেরিফিকেশন জরিমানার বিধি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন প্রতিটি ছোট ভুলের জন্য, টেলিকম সংস্থাগুলিতে 1 লক্ষ টাকার জরিমানা দিতে হবে না।
পাশাপাশি জানা যাচ্ছে, ভারতে মোবাইলের বিপুল চাহিদার কথা মাথায় রেখে ভারত সরকার নতুন নম্বর নিয়ে আসতে পারে। জানা যাচ্ছে এই মোবাইল নম্বর গুলিতে ১০ টি সংখ্যার পরিবর্তে ১১ টি সংখ্যা থাকবে।
আগে থেকেই যে মোবাইল নম্বর গুলি ব্যবহার গ্রাহকেরা ব্যবহার করছেন সেগুলির ক্ষেত্রে আগে শূন্য যোগ হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নতুন মোবাইল নম্বর শুরু হতে পারে অন্য কোনো সংখ্যা থেকে। ল্যান্ড ফোন থেকে মোবাইলে ফোন করার ক্ষেত্রে আগে শূন্য বসিয়ে ফোন করার নিয়ম চালু থাকছে।
প্রসঙ্গত, ১৭ বছর পর ন্যাশনাল নাম্বারিং প্ল্যানের সংখ্যা শেষ হতে চলেছে। নতুন নম্বরে ভারতে ১০ বিলিয়ন নতুন নম্বর তৈরি হবে। একই সাথে, যে সমস্ত মোবাইল নম্বর ডঙ্গলে ব্যবহার করা হবে, সেগুলির ডিজিট সংখ্যা ১৩ করা হবে বলে জানা যাচ্ছে।