করোনার টিকা না নিলে ব্লক করে দেওয়া হবে সিমকার্ড! আজব সিদ্ধান্ত সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনার ভ্যাকসিনের উপর এখনও মানুষ সেভাবে বিশ্বাস করতে পারছেন না। মানুষকে বিশ্বাস দেওয়ানর জন্য গোটা বিশ্বের সরকারই অনেক উপায় বের করেছে। কখনও ভ্যাকসিন না নিলে বেতন আটকে দেওয়া হচ্ছে, আবার কোথাও ভ্যাকসিন নিলে অনেক উপহার দেওয়া হচ্ছে। আর এরই মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের সরকার মানুষকে বাধ্যতামূলক ভ্যাকসিন নেওয়ার জন্য এক আজব সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের সরকার মঙ্গলবার ঘোষণা করেছে যে, যারা করোনা টিকা নিতে অস্বীকার করবে, তাঁদের সিমকার্ড ব্লক করে দেওয়া হবে। পাকিস্তানের জিও টিভির খবর অনুযায়ী, সিন্ধ প্রান্তের তথ্য সম্প্রচার মন্ত্রী নাসির হুসেইন শাহ রাজধানীতে একটি টিকাকরণ কেন্দ্রের উদ্বোধন করার পর ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে, টিকা নিতে যে অস্বীকার করবে, তাঁরই সিমকার্ড ব্লক করে দেওয়া হবে।

আরেকদিকে, পাকিস্তানেও বেশ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। গত ১৫ ফেব্রুয়ারির পর প্রথমবার দৈনিক ১ হাজারেরও কম সংক্রমণ সামনে এসেছে পাকিস্তানে। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৮৩৮ জন মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে। দেশে মোট সংক্রমণ বেড়ে ৯ লক্ষ ৪৩ হাজার ২৭ হয়েছে। গোটা দেশে এখনও পর্যন্ত ২১ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

X