বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সেরা সংগীত শিল্পী হচ্ছেন অভিজিৎ ভট্টাচার্য। তবে হঠাৎ করে গান ছেড়ে এবার তিনি সরাসরি নেমে পড়লেন ক্রিড়া ক্ষেত্রে। এক সময় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। আর সেই বিতর্কই উস্কে দিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।
2008 সালে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর তত্ত্বাবোধনেই আইপিএল অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিলের প্রথম দুটি মরশুমে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্স। তারপরই কেকেআর অধিনায়কত্ত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলী কে। তারপরতো 2010 সালে দাদাকে কেকেআর দল থেকেই ছেঁটে ফেলা হয়। যদিও সেই বছর কেকেআর এর হয়ে সর্বোচ্চ রান করেন সৌরভ গাঙ্গুলিই তবুও দাদাকে এইভাবে ছেঁটে ফেলায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দাদার ভক্তরা।
এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন গায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কত্ব থেকে সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে খুব বড় ভুল করেছিল শাহরুখ খান। শাহরুখ খান কলকাতা দলের দায়িত্বে আসার পরেই পরিকল্পনা করে অধিনায়কত্ব থেকে সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে অন্য কাউকে সেই জায়গায় বসিয়ে দেন। এটা খুবই অন্যায় এবং অসম্মানজনক ছিল দাদার কাছে। আর সেই কারণেই আমি আইপিএল দেখে সময় নষ্ট করি না, আইপিএলের থেকে আমি গলি ক্রিকেট দেখতে বেশি পছন্দ করি কারন গলি ক্রিকেট আইপিএল এর থেকে অনেক বেশি ভালো। সেই সাথে অভিজিৎ আরও বলেন, আইপিএলে বিদেশী ক্রিকেটারদের না নিয়ে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের নিয়ে করা হলে বরং বেশি ভালো হত। এতে ভারতীয় ক্রিকেটের আরো বেশি উন্নতি হতে পারতো।