বড় রোগের শিকার অলকা ইয়াগনিক! শ্রবণশক্তি হারিয়ে ফেললেন গায়িকা, হইচই বলিপাড়ায়

   

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করেই শ্রবণ শক্তি হারিয়ে ফেললেন দেশের নামজাদা বলিউড গায়িকা (Singer) অলকা ইয়াগনিক (Alka Yagnik)। কিন্তু কি এমন হলো গায়িকার, যে তিনি একেবারে শ্রবণ শক্তি হারিয়ে ফেললেন? জানা যাচ্ছে, ভাইরাল আক্রমণের কারণে শ্রবণশক্তি হারিয়েছেন অলকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের এই গুরুতর অবস্থার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন জনপ্রিয় এই গায়িকা।

বিরল রোগের শিকার হয়েছেন তিনি। এই খবর পাওয়া মাত্রই অলকার ভক্তরা বেশ চিন্তিত। সোশ্যাল মিডিয়ায় (Social Media) অলকা ইয়াগণিকের করা একটি পোস্ট অনুসারে, ফ্লাইটে ভ্রমণ করার পরে তাঁর এমন অবস্থা। তারপর থেকে কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু সমস্যা মেটেনি। গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন অলকা ইয়াগনিক। সেই পোস্টেই তিনি বিস্তারিত জানিয়েছেন।

আরোও পড়ুন : চার ওভারে চারটেই মেডেন, সাথে তিনটি উইকেট! বিশ্বকাপে জ্বলে উঠলেন লকি ফার্গুসন, গড়লেন নজির

সোশ্যাল মিডিয়া পোস্টে অলকা লিখেছেন, “আমি আমার সমস্ত ভক্ত, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, কয়েক সপ্তাহ আগে, আমি ফ্লাইট থেকে নামার সঙ্গে সঙ্গেই আমি হঠাৎ বুঝতে পারি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। গত কয়েক সপ্তাহে সাহস সঞ্চয় করার পর, আজ এখন আমার বন্ধুদের সামনে আমার নীরবতা ভাঙতে চাই। যারা বারবার জিজ্ঞেস করছে আমি নিখোঁজ কেন।” ভাইরাল আক্রমণের কারণে এমন বিরল রোগের কবলে পড়ে শ্রবণশক্তি হারিয়েছেন গায়িকা।

Screenshot 2024 06 18 14 27 35 82 1c337646f29875672b5a61192b9010f9

তাই নিজের জন্য সকল অনুরাগীদের কাছে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি অলকা নিজের ভক্ত এবং সহকর্মীদের খুব জোরে গান বাজানো এবং হেডফোন ব্যবহার করার সময় সতর্ক থাকার নিদান দেন। খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার আশ্বাস দিয়েছেন তিনি। অলকা ইয়াগনিকের করা এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলা অরুণ থেকে সোনু নিগম সহ গায়িকার অনুরাগীরা। সকলেই তাঁর সুস্থতা কামনা করেছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর