বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতের পিছু ছাড়ছে না মৃত্যুর ছায়া। দেশ বিদেশের একাধিক তারকার অস্বাভাবিক মৃত্যু সংবাদ নাড়িয়ে দিয়ে যাচ্ছে অনুরাগীদের। বৃহস্পতিবার এসে পৌঁছাল চিনা-মার্কিন বংশোদ্ভূত গায়িকা তথা গান রচয়িতা কোকো লি (CoCo Lee)। জনপ্রিয় পপ তারকা আত্মহত্যা করেছেন বলে খবর। তাঁর দুই দিদি সোশ্যাল মিডিয়ায় জানান কোকোর মৃত্যু সংবাদ। তাঁর বয়স ছিল মাত্র ৪৮ বছর।
হংকং এ জন্মগ্রহণকারী কোকো লি বেশ জনপ্রিয় নাম পপ সঙ্গীত জগতে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। বিগত কয়েক বছর ধরেই তিনি অবসাদে ডুবেছিলেন বলে জানিয়েছেন কোকোর দিদিরা। কেরিয়ারের শীর্ষে থেকেই মানসিক অবসাদের সঙ্গে লড়ছিলেন তিনি। কিন্তু লড়াইয়ে শেষমেষ হার মানেন কোকো।
গত ২ রা জুলাই তিনি আত্মহত্যা করেন বলে খবর। কোকোকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা করা হয়নি। কোমায় চলে গিয়েছিলেন গায়িকা। হাসপাতালেই গত ৫ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবসাদ দূরে সরিয়ে জীবনমুখী হওয়ার চেষ্টা করেছিলেন কোকো। কিন্তু তিনি ব্যর্থ হন।
হংকংয়ে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে মার্কিন মুলুকের বাসিন্দা হয়ে যান কোকো লি। সেখানেই পড়াশোনা সম্পূর্ণ করার পর সঙ্গীত জগতের দিকে ঝোঁকেন তিনি। নব্বইয়ের দশকের শেষের দিকে জনপ্রিয় পপ তারকা হয়ে ওঠেন কোকো লি। শুধু তাই নয়, ডিজনির ‘মুলান’ এর মান্দারিন ভার্সনে ভয়েস ওভারও দিয়েছিলেন তিনি।
২০১১ সালে এক কানাডিয়ান ব্যবসায়ীকে বিয়ে করেন কোকো লি। স্বামীর আগের পক্ষের সন্তান থাকলেও গায়িকা নিজে নিঃসন্তান ছিলেন। ঠিক কী কারণে তিনি অবসাদে ভুগছিলেন তা স্পষ্ট না হলেও কোকোর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদুনিয়ায়।