বাংলাহান্ট ডেস্ক: গায়িকা ফরমানি নাজের (Farmani Naaz) পরিবারে মৃত্যুর হাহাকার। দুষ্কৃতীদের হাতে নিহত হলেন তাঁর তুতো ভাই। শনিবার রাতে বাইকে করে তিন অজ্ঞাতপরিচয় যুবক এসে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে গায়িকার ভাইকে। মুজফফরনগর থানার অন্তর্গত রতনপুরি ক্ষেত্রে এই চাঞ্চল্যকর ঘটনায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ফরমানি নাজ হলেন গায়িকা তথা ইউটিউবার। ভিন্নধর্মী হয়েও ‘হর হর শম্ভু’ গেয়ে চর্চায় উঠে এসেছিলেন তিনি। একইসঙ্গে এসেছিলেন কট্টরপন্থীদের নজরেও। এর সঙ্গে তাঁর তুতো ভাইয়ের হত্যার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মুজফফরনগর থানার রতনপুরি ক্ষেত্রর অন্তর্গত মোহাম্মদপুর মাফি গ্রামের বাসিন্দা ছিল বছর কুড়ির যুবক খুরশিদ। জানা গিয়েছে, ঘটনার দিন বাড়িতে খাবার খেয়ে সন্ধ্যার পরে ক্ষেতের ধারে হাঁটতে বেরিয়েছিল সে। তখনই একটি বাইকে চেপে তিন অজ্ঞাতপরিচয় যুবক তার উপরে হামলা চালায়।
ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের লোকেরা খবর পেয়ে যতক্ষণে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খুরশিদকে, ততক্ষণে অনেকটাই রক্তক্ষরণ হয়ে গিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয় খুরশিদের।
পুলিশ ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খোঁজ শুরু হয়েছে হত্যাকারীদের। খুনের নেপথ্যে আসল কারণের খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় আবারো উঠে এসেছে ফরমানি নাজের নাম। শিব ঠাকুরের গান গেয়ে একাধিকবার মৌলবাদীদের রোষানলে পড়েছেন তিনি। খুরশিদের হত্যার সঙ্গে ফরমানির কোনো যোগসূত্র রয়েছে কিনা সেসব দিক খতিয়ে দেখছে পুলিশ।