বাংলা হান্ট ডেস্ক : বাংলা সঙ্গীত জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় দুটি নাম হল লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) এবং জয় সরকার (Jay Sarkar)। একজনের মধুর সুরেলা কণ্ঠস্বর এবং অপরজনের বাজনা, মিউজিকাল সেন্সের প্রেমে পড়েনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এহেন মানুষ দুটিও একে অপরের প্রেমে পড়েছেন অচিরেই। সেই থেকে দীর্ঘ ২৩ বছর ধরে সংসার করছেন তারা।
দিন কয়েক আগেই দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল এই তারকা দম্পত্তি। সেখানেই দাদার সামনে খুলে বসেছিলেন তাদের প্রেম কাহিনী। আলাপ-পরিচয় যে কবে কীভাবে প্রেমে পরিণত হয়ে গেল তা যেন কেউ টেরই পাননি। দুম করে বিয়েটাও সেরে ফেলেছিলেন তারা। মনের মত করে অনুষ্ঠানও করা হয়নি।
আসলে তাদের বয়সের পার্থক্য নিয়ে মানুষের কৌতুহল বড়োই বেশি। গায়িকা লোপামুদ্রার থেকে পাক্কা ৪বছর ১১মাসের ছোট মিউজিশিয়ান জয়। যদিও বয়সের ব্যবধান তাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলতে পারেনি। বয়সে ছোট জয়ের বাজনা, মিউজিকাল সেন্সের প্রেমে পড়ে গিয়েছিলেন লোপা। জয়ের কাছেও লোপা ছিলেন এক অন্য অনুপ্রেরণা।
দিন কয়েক আগেই সাত পাকে বাঁধা পড়েছেন গায় শতদল ও তনুজা নন্দী। কাজের কারণে লোপামুদ্রা যেতে না পারলেও জয় উপস্থিত হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুক ওয়ালে পোষ্টও করেছিলেন তিনি। কমেন্ট বক্সে লোপার আক্ষেপের সুরে। গায়িকা লেখেন, ‘চলো,আরেকবার বিয়ে করি, এরা কেউ আমাদের বিয়েতে আসেনি’।
বয়সের ব্যবধান নিয়ে লোপা বলেন, ‘আমি যে ওর চেয়ে বয়সে বড় সেটা ও এনজয় করতে পারে না। আমি কিন্তু এনজয় করি। আসলে আমার তো বয়সই বাড়ে না। আর জয়কে দেখেই বাচ্চা লাগে, কিন্তু আসলে ও হদ্দ বুড়ো!’ বিয়েটা কীভাবে হল? জবাবে জয় বলেন, ‘তখন শো-এর খুব চাপ চলছিল। নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় ট্রেনে লোপা বলল, চলো বিয়ে করেনি। সেই মতো নিজের ডায়রি বার করে দেখল ২২ জানুয়ারি ডেটটা ফাঁকা রয়েছে। ওইদিন ওর কোনও শো নেই। আমারও ওইদিন কোনও অনুষ্ঠান ছিল না। বিয়েটা সেরে ফেললাম’।