বাংলা হান্ট ডেস্ক :ওয়াঘা সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেই নিজের দৃষ্টিভঙ্গি ঠিক রাখলেন মিকা সিং নিজেই ভিডিয়ো টুইটে শেয়ার করে লিখেছেন, ”ভারত মাতা কি জয়! এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। স্বাধীনতা দিবসের আরও একবার শুভেচ্ছা ও আমাদের জওয়ানদের জন্য স্যালুট। আমাদের জীবন যাতে সুন্দর করে গড়ে ওঠে, তারজন্য এঁরা কোনও উত্সবে সামিল হতে পারেন না। জয় হিন্দ…”
জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাক-ভারতের উত্তাপের সময়টাতেই পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে বিতর্কিত হয়েছিলেন গায়ক মিকা সিং। বহু বিতর্কের পর সম্প্রতি দেশে ফিরেই দর্শকদের উদ্দেশ্যে ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান তোলেন এবং তাঁকে হাত তুলে ‘বন্দেমাতরম’ বলতেও দেখা যায় বছর ৪২এর এই গায়ককে।
প্রসঙ্গত জানা যায় মিকা সিং ও তাঁর ট্রুপ করাচি যান এবং ৮ অগস্ট বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন। অনুষ্ঠানটি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুসারফের এক আত্মীয়ার মেয়ের বিয়ের ছিল। এই ঘটনা সামনে আসে যখন বিয়েতে আমন্ত্রিত কয়েকজন অতিথি মিকা সিংয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং অন্যদিকে মিকা সিং-কে ব্যান করার সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।