বাংলাহান্ট ডেস্ক : গায়ক শান শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের সংগীত জগতেও একটি পরিচিত নাম। প্রবাসী বাঙালি এই গায়ক বলিউড ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা করে নিয়েছিলেন সেই ৯০ এর দশকে। একের পর এক হিট গানে মাতিয়ে রেখেছেন দর্শকদের। হিন্দি ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন এই বাঙালি গায়ক।
তবে অনেকেই হয়ত চেনেন না শানের ছেলেকে। একটি সংবাদমাধ্যমে সম্প্রতি পুত্র সম্পর্কে বেশ কিছু কথা শেয়ার করেছেন এই গায়ক। সোহম মুখোপাধ্যায় শানের পুত্রের নাম। সোহম খুব একটা লাইম লাইটে থাকেন না। তবে তিনিও কিন্তু খুবই গুণী একজন ব্যক্তিত্ব। সোহমও একজন সংগীতশিল্পী। সোহম কোথায় গান শিখেছেন তা জানলে অনেকেরই বিশ্বাস হবে না।
আরোও পড়ুন : নিদারুণ অর্থকষ্ট! পড়ার জন্য বন্ধক রাখতে হয়েছিল গয়নাও, সেই আসমাতারা আজ লোকো পাইলট
সোহম যুক্ত রয়েছেন বিখ্যাত ‘বিগ ব্যাং মিউজিক’-এর সাথে। রেকর্ড প্রোডিউসার হিসেবেও সোহম কাজ করেন। র্যাপ গ্রুপ ‘সিটিমল’-এর অন্যতম সদস্য শান পুত্র। তবে সোহম দীর্ঘদিন ধরে রয়েছেন দেশের বাইরে। লস এঞ্জেলসে Entertainment Law and Business-এ বিএসসি ডিগ্রীর জন্য পড়াশোনা করছেন তিনি। উচ্চশিক্ষার জন্য ২০২১ সালে তিনি পাড়ি দেন আমেরিকা।
শান ছেলের বিদেশ যাত্রা নিয়ে একবার বলেছিলেন, “আমি একটুও চিন্তিত নই সোহম বাইরে পড়তে গিয়েছে। আমি জানি যেখানে গিয়েছে নিরাপদেই আছে ও। আর একটা পর্যায়ের পর সন্তানকে ছাড়তে হয়।” ‘বেফিজুল’, ‘লাইফস্টাইল’, ‘ক্রেজি’, ‘ডেভিড বেকহ্যাম’ গানগুলি রয়েছে সোহমের ঝুলিতে। সোহম বাবার মত প্রথাগত সংগীতের দিকে না ঝুঁকে বেছে নিয়েছেন র্যাপ গানকেই।