বাংলাহান্ট ডেস্ক : বড়সড় সাইবার প্রতারণার শিকার হলেন ভারত এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক (Sunidhi Nayak)। সিবিআই এর নাম করে হুমকি দিয়ে তাঁর থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি, ভিডিও ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় সুনিধিকে (Sunidhi Nayak)। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। শুরু হয়েছে তদন্ত।
হুমকি দিয়ে টাকা আদায় সুনিধি নায়েকের (Sunidhi Nayak) থেকে
বর্তমানে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে ঘরভাড়া নিয়ে রয়েছেন সুনিধি (Sunidhi Nayak)। বুধবার সেখানেই ঘটে এমন ঘটনা। সংবাদ মাধ্যমকে সঙ্গীতশিল্পী জানান, হায়দ্রাবাদের ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড তোলা হয়েছে তাঁর নামে। তিনি আর্থিক দুর্নীতিতে যুক্ত। এরপর বলা হয় তিনি সন্দেহভাজন, তাঁকে গ্রেফতার করা হচ্ছে। সুনিধি (Sunidhi Nayak) জানান, প্রতারকরা নিজেদের হায়দ্রাবাদ সিবিআই বলে পরিচয় দিয়েছিল।
আরো পড়ুন : বিয়ে করেই বেপাত্তা, আরজিকর কাণ্ডে প্রতিবাদে টেলিপাড়া, আদৃত-কৌশাম্বী কোথায়?
প্রাণনাশের হুমকি দেওয়া হয় সঙ্গীতশিল্পীকে
সুনিধি (Sunidhi Nayak) আরো অভিযোগ করেন, তাঁকে বলা হয় যে তাঁর ফোন সম্পূর্ণ হ্যাকড। ফোন থেকে কাউকে মেসেজ করতে গেলেও প্রতারকরা জেনে যাচ্ছেন। তাঁকে হুমকি দেওয়া হয়, তাঁর ছবি ভিডিও নিয়ে ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়া হবে। শেষে তাঁকে এবং তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ করেন সুনিধি (Sunidhi Nayak)। এভাবে ৫ লক্ষ টাকা আদায় করা হয় তাঁর থেকে। সঙ্গীতশিল্পী এও জানান, ঘটনার দিন তাঁর বাড়ির সামনে দিয়ে নাকি অপরিচিত কিছু মানুষকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি।
আরো পড়ুন : বহু বছর আগে ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ, তবুও রয়েছে তিক্ততা, মালাইকার ঘোর দুঃসময়েও পাশে থাকলেন না সলমন
চরম মানসিক নির্যাতনের শিকার সুনিধি
সুনিধির (Sunidhi Nayak) শান্তিনিকেতনের বাড়ির বাড়ির ১০০ মিটারের মধ্যে রয়েছে থানা এবং এসডিপিও অফিস। সঙ্গীতশিল্পী বলেন, তিনি এখানে থাকেন, আবার বাংলাদেশে গিয়েও থাকেন। মানসিক ভাবে যথেষ্ট শক্ত তিনি। তারপরেও প্রতারকদের মানসিক নির্যাতনে তিনি আতঙ্কে কাটিয়েছেন বিগত তিন দিন। তবে এখন তিনি নিজের টাকা ফেরত চান, সঙ্গে নিজের এবং তাঁর বাবার নিরাপত্তা চান।
প্রসঙ্গত, সুনিধি নায়েকের (Sunidhi Nayak) বাড়ি আসানসোলে। তিনি শান্তিনিকেতনের ছাত্রী। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সায়ন চৌধুরী অর্ণবের স্ত্রী তিনি। এদেশে থাকার পাশাপাশি মাঝেমধ্যে ওপার বাংলাতেও থাকেন সুনিধি নায়েক।