বাবা নেই, মা একা হাতেই বড় করে তুলেছে সন্তান, রইল টলিউডের এমনই পাঁচ অভিনেত্রীর তালিকা

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য মা হয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। হাজারো জল্পনা-কল্পনা, সমালোচনা, কটূক্তিকে দূরে সরিয়ে, নুসরতের কোল আলো করে জন্ম নিয়েছে ছোট্ট ঈশান। কিন্তু সন্তান তো হল, তবে ঈশানের বাবার পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

যদিও এবিষয়ে অভিনেত্রী মুখে কুলুপ আঁটলেও, ‘মায়ের পরিচয়ে’ই নিজের ছেলেকে বড় করবেন বলে সাফ কথা নুসরতের। তবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথম নয়, নুসরত ছাড়াও এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন, যারা জীবনে চলার পথে শুধুমাত্র তাদের সন্তানকে নিয়েই এগিয়ে যেতে যান। সমাজের তোয়াক্কা না করে ‘সিঙ্গেল মাদার’র তকমা এঁটে নিয়েছেন নিজেদের গায়ে।

vjbvcbschb

স্বস্তিকা মুখার্জীঃ মাত্র ১৫ বছর বয়সেই সংগীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বিয়ের একবছরের মাথায় মেয়ের জন্ম হলেও, বিয়েটা টেকেনি স্বস্তিকার। তাই একাই মেয়েকে নিয়ে জীবনে চলার পথে এগিয়ে চলেছেন সন্তু কন্যা।

vcvcvh

শ্রীলেখা মিত্রঃ নব্বইয়ের দশকে সাফল্যের সঙ্গে সলভার স্ক্রিনের যাত্রা শুরু করলেও, বর্তমানে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে কিছুটা দূরত্বে রয়েছেন শ্রীলেখা মিত্র। ক্যারিয়ারের মাঝে বিয়ে, এক কন্যা সন্তান থাকা সত্ত্বেও বিয়েটা টিকিয়ে রাখতে পারেননি এই বাম অভিনেত্রী। মেয়েকে নিয়ে দিব্যি সুখেই সংসার করছেন এখন।

CggHF5mWsAEiYjE

শ্রাবন্তী চ্যাটার্জীঃ ধরে রাখতে পারেননি তৃতীয় স্বামীকেও। শুধুমাত্র ডিভোর্স হবার অপেক্ষা। অনেক ছোট বয়সেই রাজীব কুমারের সঙ্গে প্রথম বিয়ে, সন্তান। কিন্তু দীর্ঘ সময় পর সেই বিয়ে ভেঙ্গে যাওয়ায়, আরও দুবার বিয়ের পিঁড়িতে বসলেও, টেকেনি সেই বিয়েও। ছেলে অভিমান্যুকে নিজের পরিচয়েই বড় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।

295663 pipu6

প্রিয়াঙ্কা সরকারঃ রাহুল প্রিয়াঙ্কা জুটির ‘চিরদিনই তুমি যে আমার’ বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইল ফলক তৈরি করেছিল। আর সেই সাফল্যের পরই চার হাত এক হয়েছিল তাদের। কিন্তু টিকল না সেই বিয়ে। ছেলে সহজকে সঙ্গে নিয়েই এখন সংসার প্রিয়াঙ্কা সরকারের।

nusrat jahan 8

নুসরত জাহানঃ বর্তমান সময়ে টলি পাড়ার হটকেক নিউজ হল ঈশান। নুসরতের কোল আলো করে এসেছে একটি ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু ধুমধাম করে নিখিল জৈনের সঙ্গে বিয়ে হলেও, বর্তমানে তারা আলাদা রয়েছেন। এদিকে আবার যশ দাসগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্কের কথা কোন গোপন বিষয়ও নয়। এরই মধ্যে সন্তান জন্ম নিলেও, তাঁকে বাবার নয়, মায়ের পরিচয়েই বড় করতে চান অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।

Smita Hari

সম্পর্কিত খবর