বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের বড় রকমের পরিবর্তন দরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এমনটাই দাবি উঠে আসছিল। আরো বেশি করে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ধীরে ধীরে বয়স্ক ক্রিকেটারদের এই ফরম্যাট থেকে অব্যাহতি দেওয়ার দাবি তুলেছিলেন অনেকেই। তারই মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দ্বিতীয় ম্যাচে এবং আজকেও দুর্দান্ত বোলিং করে মহম্মদ সিরাজ প্রমাণ করলেন যে প্রয়োজনে ভবিষ্যতে টি-টোয়েন্টি ফরমেটে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুত।
কত ম্যাচে বে ওভালে নিজের ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে উইলিয়ামসন এবং স্যান্টনারের মতো তারকার উইকেট নিয়েছিলেন সিরাজ। আজ নেপিয়ারে নিজের সেই পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেন তিনি। আজ ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়ে ৪ টে উইকেট পেয়েছেন এই তারকা।
সেট হয়ে অর্ধশতরান করা গ্লেন ফিলিপসের (৫৪) পাশাপাশি চাপম্যান, নিশাম ও স্যান্টনারের উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে বড় রান করার থেকে আটকেছেন তিনি। তার সঙ্গে সঙ্গে একটি দুরন্ত রান আউট করেছেন সিরাজ। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন অর্শদীপও। ৪ উইকেট পেয়েছেন এই পাঞ্জাবী তরুণ পেসারও। তবে সিরাজের কৃপণ বোলিং করতে পারেননি তিনি।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর কনওয়ে (৫৯) ও ফিলিপসের ব্যাটে ভর করে দুর্দান্তভাবে এগোচ্ছিল কেউয়িরা। এই দুই ব্যাটারই অর্ধশতরান করে ভারতের সামনে পাহাড় প্রমাণ টার্গেট দেওয়ার মতো অবস্থায় নিউজিল্যান্ডকে পৌঁছে দিয়েছিলেন। ১৬ ওভারে তাদের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ১৩৫।
কিন্তু এখান থেকেই শুরু হয় সিরাজ ও অর্শদীপের দুরন্ত ডেথ বোলিং। ১৯.৪ ওভারের মধ্যে আর মাত্র ২৫ রান করে বাকি সমস্ত উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্য রেখেছে তারা।