বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার অধিনায়কত্বে প্রথমবার এই সিরিজে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আপাতত সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল। এই সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দল ইনিংস ও ২২২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে, রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড় দলে কয়েকটি পরিবর্তন করবেন বলে আশা করা হয়েছিল, পরিবর্তন হয়েওছে। কিন্তু এমন একজন খেলোয়াড় আছেন যাকে রোহিত এবং দ্রাবিড় ভারতের মাটিতে টেস্টে ক্রমাগত উপেক্ষা করছেন।
দ্বিতীয় টেস্টের জন্য যখন ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল, তখন অধিনায়ক রোহিতের একজন প্রতিভাবান ক্রিকেটারকে দলে নেননি। এই খেলোয়াড় আর কেউ নন, তিনি হলেন দলের তারকা পেস বোলার মহম্মদ সিরাজ। দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরা বা শামি কাউকে বিশ্রাম দিয়ে তাকে খেলিয়ে দেখা যেতে পারতো কিন্তু মনে হচ্ছে অধিনায়ক রোহিত এবং কোচ দ্রাবিড় সিরাজকে ভারতের মাটিতে যোগ্য বোলার হিসাবে মনে করছেন না। সিরাজকে এই মুহূর্তে দলের সবচেয়ে প্রতিভাবান বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হলেও এখন তিনি টানা দুই টেস্টে দলের বাইরে।
Don’t know why Rohit Sharma & Rahul Dravid duo benching Siraj.!The way he make a turnaround in his career from the 2020 IPL he should play atleast one match in the series.!
— Deep Point (@Cric_spidey) March 12, 2022
এখন প্রথমবার সিরাজকে বাদ দেওয়ায় অধিনায়ক রোহিত ও রাহুল দ্রাবিড়কে নিয়ে প্রশ্ন উঠছে। এই খেলোয়াড়কে বাদ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটেপ্রেমী নেটিজেনরা প্রশ্ন তুলছেন। তাদের মূল বক্তব্য হল যে, সিরাজ কী ভুল করেছেন? দ্বিতীয় টেস্টের আগে দলে কিছু পরিবর্তন হলেও দলে জায়গা পাননি সিরাজ। এই বছরে ভারতীয় টেস্ট দল বেশি ম্যাচ খেলবে না। তাই তাকে সুযোগ দেওয়া উচিত ছিল বলে অনেকে মনে করছেন।
The way Siraj has been consistently mistreated under Rohit has been pathetic. 4 months in bubble and all he gets is useless ODIs versus West Indies. All the talk about workload management is just a gimmick. Workload management for Pant but not Siraj.
— Fake IndianHesson (@IndianHesson) March 12, 2022
দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, যশপ্রিত বুমরা