বিরাট কোহলির তার বাড়িতে আসাকে “জীবনের সেরা সারপ্রাইজ” বলে আখ্যা দিলেন মহম্মদ সিরাজ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ তারকা পেসার মহম্মদ সিরাজ সম্প্রতি জানিয়েছেন যে যে বিরাট কোহলি যেদিন তার বাড়িতে এসেছিল সেটি ছিল তার জীবনের সেরা চমক। সম্প্রতি আরসিবির একটি পডকাস্টে তার অতীতের কিছু উপাখ্যান শেয়ার করে, সিরাজ বলেছেন: “আমি আরসিবি দলের সবাইকে আমার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি হোটেল থেকে সোজা বাড়িতে চলে আসি। যখন আমি বিরাট কোহলিকে ডেকেছিলাম, তখন তিনি বলেছিলেন, ‘আমার পিঠে খুব ব্যাথা মিঞা, আমি আসতে পারবো না।’ আমি তাকে বিশ্রাম নিতে বলেছিলাম”

এরপর সিরাজ যোগ করেছেন “কিন্তু, যখন সবাই এলো, আমি তাকেও গাড়ি থেকে নামতে দেখলাম। সবাই সেখানে ছিল, পিপি (পার্থিব প্যাটেল) ভাই, চাহাল ভাই। আমি শুধু কোহলি ভাইয়ের কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। এটা ছিল আমার জীবনের সেরা চমক কারণ কোহলি বলেছিলেন তিনি আসবেন না।”

   

virat siraj

এরপর তার জীবনে আইপিএলের ভূমিকার কথাও উল্লেখ করেছেন সিরাজ। তিনি বলেছেন, “আমার শুধু কষ্ট ছিল। আমার বাবা একটা অটো চালাতেন, আমার একটা প্লাটিনা ছিল, বাবা আমাকে পেট্রোলের জন্য ৬০ টাকা দিতেন। আমি সেটা নিয়ে সবদিন উৎপল স্টেডিয়ামে পৌঁছতে পারতাম না, কারণ স্টেডিয়াম আমার বাড়ি থেকে বেশ দূরে ছিল। সেই সব সংগ্রামের অবসান ঘটে যখন আমি আইপিএলের জন্য নির্বাচিত হন।

“বাবা এখন অটো চালানো বন্ধ করে দিয়েছেন, মা গৃহস্থালির কাজ করা বন্ধ করে দিয়েছেন, আমরা ভাড়া বাড়ি ছেড়ে একটি নতুন বাড়ি কিনেছি। আমার জীবনে আর কিছুর প্রয়োজন ছিল না। আমার শুধু প্রয়োজন ছিল আমার বাবা-মা আমাদের নিজের বাড়িতে সুখী ভাবে থাকুক। আইপিএল আমাকে খ্যাতি দিয়েছে, আমাকে সামাজিক পরিচিত দিয়েছে। যা কিছু ভালো হয়েছে, সবই আইপিএলের কারণে,” বলেছেন এই তরুণ পেসার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর