বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে ভারতের স্পিন বোলাররা শেষ অবধি নিজেদের সবটা দিয়ে চেষ্টা করলেও নিউজিল্যান্ডের বোলাররা ব্যাট হাতে অসম্ভব-কে সম্ভব করতে পেরেছে। তবে ভারতীয় দলে এমন একজন ক্রিকেটার ছিলেন যার দলে থাকা নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। প্রথম টেস্টে এই ক্রিকেটারের পারফরম্যান্সও ছিল খুবই মাঝারি মানের। মোটামুটি নিশ্চিত যে অধিনায়ক বিরাট কোহলি দলে ফেরার সঙ্গে সঙ্গে তাকে বাদ পড়তে হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের সিনিয়র ফাস্ট বোলার ইশান্ত শর্মার পারফরম্যান্স খুবই খারাপ ছিল। গোটা টেস্টে ইশান্ত কার্যত কিছুই করতে পারেননি। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় প্রথম ইনিংসে ১৫ ওভার বোলিং করেন এবং কোনো উইকেট না নিয়ে ৩৫ রান দেন। দ্বিতীয় ইনিংসে আঙুলে চোট থাকা সত্ত্বেও ৭ ওভার হাত ঘোরান, কিন্তু এই ইনিংসেও কোনো উইকেট পাননি তিনি। অধিনায়ক বিরাট কোহলি ইশান্তের এই পারফরম্যান্স দেখেও সিরাজ-কে সুযোগ দেবেন না এমনটা ভাবা মুশকিল। তাই এখন মুম্বাই টেস্ট ঈশান্তের বাদ পড়া একপ্রকার নিশ্চিত।
সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে চলেছেন তরুণ ফাস্ট বোলার মহাম্মদ সিরাজ। প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল সিরাজকে। বিরাট কোহলির অত্যন্ত প্রিয়পাত্র সিরাজকে টেস্ট দলের ভবিষ্যৎ বলে মনে করা হয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতেও সিরাজ দেখিয়েছিলেন তিনি কতটা প্রভাবশালী বোলার। মুম্বাই টেস্টে অবশ্যই প্রত্যাবর্তন করবেন এই বোলার। একই সঙ্গে ইশান্ত শর্মার নির্বিষ বোলিংয়ের কারণে সিনিয়র পেসারের জায়গাতেই তার অভিষেক হবে।
ক্রিকেটপ্রেমীরাও এমনটা হলে খুশিই হবেন। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একটি শালীন পারফরম্যান্সের পরে, সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা ইশান্ত শর্মার দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেই সাথে মুম্বাই ম্যাচের জন্য তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো পারফর্ম না করার পর ভারতীয় ফাস্ট বোলারদের পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কাঁটাছেড়া হয়েছে। যার পর থেকেই সিরাজকে সুযোগ দেওয়ার দাবিও উঠেছে।