শিশির ও দিব্যেন্দু অধিকারীকে Y PLUS নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন জ্যোতির্ময় কর (Jyotirmoy Kar)। পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা বলা হয়েছে। প্রধানত অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত জ্যোতির্ময় করকেই এই নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের ছত্রছায়া ত্যাগ করে বিজেপির খাতায় নাম লিখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর একে একে পিতা শিশির অধিকারী এবং তাঁর এক ভাই সৌম্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেন। তবে অন্যদিকে আর এক ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তৃণমূলে থাকলেও, দলের সঙ্গে সেভাবে আর কোন যোগাযোগ রাখেননি।

bvbhcdjh

মুখ্যমন্ত্রীর নির্দেশেই গত ২০১১ সাল থেকে কাঁথি শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। কিন্তু গত বছর ১৯ শে ডিসেম্বর ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরই, এই চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পিতা শিশির অধিকারীকে। এরপর গত ডিসেম্বরে সেই পদে বসানো হয়েছিল রামনগরের বিধায়ক অখিল গিরিকে।

এবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বহাল করা হল অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত জ্যোতির্ময় করকে। তৃণমূলে থাকাকালীন একাধিকবার একাধিক বিষয় নিয়ে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের সঙ্গে তাঁর ঝামেলার ইতিহাস স্পষ্টভাবেই জানা আছে সবুজ শিবিরের। তাই এবার অধিকারীদের বিরুদ্ধে টক্কর দিতেই এই পদ তাঁকে দেওয়া হয়েছে বলে ধারণা।

vjavcjavajhc

এবিষয়ে জ্যোতির্ময় কর জানান, ‘দলের দেওয়া দায়িত্ব সবসময় আমি পালন করার চেষ্টা করছি। তবে এবারও দলের দেওয়া দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করার চেষ্টা করব’। সূত্রের খবর, এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন বঙ্গ রাজনীতির বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। সোমবার থেকেই তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া বলে জানা গিয়েছে। এছাড়াও তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর