পাশ্চাত‍্য হোক বা দেশি পোশাক, রামায়ণের সীতার এই রূপ দেখলে চমকে যাবেন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ১৯৮৭ সালে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’। সেই কালজয়ী ধারাবাহিক আবারও ফিরে এসেছে এই লকডাউনের সময়। আর বলা বাহুল‍্য তখন যে জনপ্রিয়তা ছিল এই ধারাবাহিকের এখনও তাই আছে। তরুণ প্রজন্মও একইরকম ভাবে আপন করে নিয়েছে এই ধারাবাহিক ও তার চরিত্রগুলোকে। রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। এই একটি ধারাবাহিকই প্রচুর জনপ্রিয়তা এনে দেয় তাঁকে। এখন রামায়ণ আবার টেলিভিশনে ফেরায় নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন দীপিকাও।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “তরুণ প্রজন্মের কাছ থেকে এতটা জনপ্রিয়তা আশা করিনি। আমি জানতাম এটা খুবই সাফল‍্য পাবে। ৩০ বছর আগের বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে। কিন্তু তারা এখনও সেই আগ্রহটা ধরে রেখেছে দেখে ভাল লাগে।” সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় দীপিকা। মাঝেমধ‍্যেই নানা ছবি শেয়ার করেন তিনি। পাশ্চাত‍্য ও ভারতীয় দুরকম পোশাকেই একইরকম সাবলীল ও লাবণ‍্যময়ী দীপিকা।

https://www.instagram.com/p/B-y_xmtpCoK/?igshid=18s5afqkzanvn

https://www.instagram.com/p/B9wWPw3p_zO/?igshid=1btjpy5jujrkg

শুন মেরি লায়লা ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেন দীপিকা চিখলিয়া। এছাড়া রাজেশ খান্নার সঙ্গেও তিন তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি, তবে বক্স অফিসে তেমন সাফল‍্য পায়নি ছবিগুলি। কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। এরপর রাজনীতিতে যোগ দিয়ে সাংসদও নির্বাচিত হন দীপিকা। কিন্তু পরে রাজনীতি থেকে বেরিয়ে আসেন তিনি।

https://www.instagram.com/p/B1BhgWEpEjK/?igshid=1m6rx7vlgw3l3

https://www.instagram.com/p/BzH9iVYllHm/?igshid=10q16y9z6819l

বিয়ের পর সিনে জগৎ থেকে এক প্রকার সরেই গিয়েছিলেন দীপিকা‌। তবে এখন দুই মেয়েই বড় হয়ে যাওয়ায় ফের একবার অভিনয়ে আসার চিন্তা ভাবনা করছেন দীপিকা।

সম্পর্কিত খবর

X