নির্বাচন পূর্বে জোট বাঁধলেও, মোর্চা ইস্যুতে ISF-র অবস্থান স্পষ্ট করলেন সীতারাম ইয়েচুরি

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম থেকেই আইএসএফ-র সঙ্গে জোটকে ভালো চোখে নেয়নি বামেদের একাংশ। যা নিয়ে নির্বাচনের পূর্বে এবং ভরাডুবির পরবর্তীতে নানা বৈঠকে নানা রকম প্রশ্নও উত্থাপিত হয়েছে। তবে এবারে আইএসএফ-র প্রসঙ্গে তাঁদের অবস্থান স্পষ্ট করলেন সীতারাম ইয়েচুরি (sitaram yechury)। তাঁর কথায়, ‘ভোট সঙ্গী মানেই যে তাঁদের সবসময় সঙ্গী করে এগোতে হবে, অর্থাৎ জোটসঙ্গী করতে হবে এমনটা নয়’।

আইএসএফ ইস্যুতে নানা সময় নানারকম কথা উঠলেও, এই সঙ্গীর হাত ছাড়তে নারাজ বঙ্গ সিপিএম নেতৃত্বরা। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক থাকা দলকে সঙ্গে নিয়েই এগোতে চায় তাঁরা। কিন্তু বঙ্গ সিপিএমের এই সিদ্ধান্তে সহমত হতে পারল না কেন্দ্রীয় সিপিএম। আর সেটা পরিষ্কার করে বুঝিয়েও দিলেন তাঁরা।

sitaram yechury story 647 050917013201 060717050349

সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবারে সীতারাম ইয়েচুরি জানান, নির্বাচনের কারণেই বঙ্গে সংযুক্ত মোর্চা গঠন করা হয়েছিল। তাই এই জোটকে আসন সমঝোতার রাজনীতি এবং নির্বাচনী পরিকল্পনার অংশ বলেই দেখা উচিৎ। তবে ভোটসঙ্গী হলেই যে তাঁদের জোটসঙ্গী করেই এগিয়ে যেতে হবে, এমনটা কিন্তু নয়। অর্থাৎ সব বিষয়ে মোর্চাকে সঙ্গে না নিলেও চলবে।

আরও স্পষ্ট করে বলেন, উপনির্বাচন বা পুরসভার ভোটের সময় মোর্চা থাকলেও, রোজকার কর্মসূচিতে তাঁদের না ডাকলেও চলবে, তাঁদেরকে সব বৈঠকে না ডাকলেও হবে।

সংযুক্ত মোর্চার বিষয়ে সীতারাম ইয়েচুরির এমন মন্তব্য রাজনৈতিক মহলে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে বঙ্গে সংযুক্ত মোর্চার একসঙ্গে যৌথ কর্মসূচি, পথ চলার ভবিষ্যৎ কিছুটা নড়বড়ে হবে বলে মনে করা হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর