বাংলা হান্ট ডেস্ক: এবার তৃণমূলের (TMC) দুর্নীতির পাশে খোদ সিপিএম (CPIM)! ইডির তৎপরতা নিয়ে তৃণমূলের সঙ্গে যে তাদের অবস্থান প্রায় অভিন্ন তা বাতলে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)।
শুক্রবার হাওড়ার (Howrah) সিপিএম জেলা সদর দপ্তরে দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বলেন, ‘দুর্নীতি (Corruption) হয়ে থাকলে সাজা দিক। কিন্তু দুর্নীতির তদন্তের নামে বিরোধীদের হেনস্থা করা বন্ধ হোক। আমরা একথা বলছি না যে ইডি (ED) তার কাজ করবে না। আমরা বলছি, যেখানে দুর্নীতি রয়েছে অবশ্যই ধরুন। আমাদের সম্পূর্ণ সমর্থন থাকবে। কিন্তু দুর্নীতির নামে বিরোধীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাতে আমাদের আপত্তি রয়েছে।’
ইয়েচুরি বলেন, ‘দুর্নীতি হয়ে থাকলে প্রমাণ করো। কোর্টে নিয়ে গিয়ে সাজা দাও। কে রুখছে ইডিকে? কিন্তু সেই লোকগুলোই বিজেপি-তে (BJP) চলে গেলে কেস তুলে নেওয়া হয়। এর মানে কী? এটাই হল অপব্যবহার।’
এদিকে সীতারাম ইয়েচুরির এই মন্তব্যকে সমর্থন করেছে তৃণমূল। শাসক শিবিরের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘আমি তো একশোবার এই কথাই বলেছি। দুর্নীতি প্রমাণ হওয়ার আগেই গ্রেফতার করে জেলে ভরে দিচ্ছে ইডি। পরে তাঁরা জামিন পেয়ে যাচ্ছেন। এভাবে নির্দোষদের হেনস্থা করা হচ্ছে। বিজেপির নির্দেশে ইডির আধিকারিকরা এই কাজগুলি করছেন।’
উল্লেখ্য, ইন্ডিয়া জোটে রয়েছে তৃণমূল এবং সিপিএম। তাই কি এবার তৃণমূলের নেতাদের গ্রেফতারি নিয়ে সুর নরম সীতারাম ইয়েচুরির? জোটের স্বার্থ কি বড় হয়ে গেল জাতীয় স্বার্থের থেকেও। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।