বাংলা হান্ট ডেস্ক: গতকালই কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সাংসদ গুলাম নবিকে আটকে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দরে। এবার প্রশাসন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও আটকাল শ্রীনগর বিমানবন্দরে।
বৃহস্পতিবার ইয়েচুরি, শ্রীনগরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, ভেঙে যাওয়া জম্মু-কাশ্মীর বিধানসভার দলীয় বিধায়ক ও অন্যান্য নেতৃত্বের খবরা খবর নিতে। রাজ্যপাল সত্যপাল মালিককে চিঠি দিয়ে প্রশাসনের বাঁধা টপকানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এত কিছুর পরেও, কাশ্মীরে ঢোকার মুখে, শ্রীনগর বিমানবন্দরেই তাঁকে আটকে দিল প্রশাসন। সিপিএম নেতা ডি রাজাকেও আটকানো হলো তাঁর সাথে সাথেই। সূত্রে খবর, বিকেল পাঁচটার শ্রীনগর-দিল্লি বিমানে ফেরত পাঠানো হবে তাঁদের।
সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে প্রবেশ করতে বাঁধা দেওয়ায়, টুইটারে প্রতিবাদ জানায় সিপিএম। রাজ্যপালকে জানানো সত্ত্বেও কেন বাঁধা দেওয়া হল! সেই নিয়েও তোলা হয় প্রশ্ন।