বোর্ড সভাপতি পদে বসেই দাদা জানিয়ে দিলেন তার বিশেষ কিছু পদক্ষেপের কথা।

দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব সামলেছেন সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। তার পরে বেশ কয়েক বছর কেটে গেছে আর এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এদিন বোর্ডের সভাপতি পদে বসে সৌরভ গাঙ্গুলী বলেন যে ভারতীয় বোর্ডের সভাপতি হওয়া সত্যি সম্মানের। এইদিন সরকারি ভাবে বোর্ডের সভাপতি হওয়ার পর দাদা সাংবাদিক সম্মেলনে এলেন ভারতীয় দলের ব্লেজার পরে। সেই সাথে তিনি বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট এর সমস্তটা জুড়েই তিনি রয়েছেন। সেই সাথে দাদা জানিয়ে দিলেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তিনি প্রথমে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছেন। সংক্ষেপে সেই গুলি আলোচনা করা হল:

এইদিন দাদা বলেন যে আমার কাছে সবাই সমান। অধিনায়ক থাকার সময় এই পন্থাতেই বিশ্বাস করে এসেছি আর ভবিষ্যতেও সেটাই করব।
সেই সাথে দাদা জানিয়ে দিলেন যে এবার তিনি বৈঠকে বসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে। এবং সেই বৈঠকে ভারতীয় ক্রিকেটের ব্যাপারে যাবতীয় কথা বলবেন বিরাট সাথে এবং তারপরে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হবে ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য।

15759317001bed4052cf0d38f88d8eb717f840ff1

সেই সাথে দাদা বলেন যে যখন আমরা ক্রিকেট খেলতাম সেই সময় অনেক কম টুর্নামেন্ট হত তাই আমরা অনেক কম ম্যাচ খেলেছি। কিন্তু বর্তমানে ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি ম্যাচ হয়। তাই  ঘরোয়া ক্রিকেটের উন্নতির ব্যাপারে বিশেষ নজর দিতে চান তিনি। সেই সাথে ঘরোয়া ক্রিকেটকে আরো অনেক বেশী আকর্ষনীয় করে তুলতে চান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সেই সাথে ধোনির অবসর গ্রহণ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের উন্নতি এবং ঘরোয়া ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। দাদা জানিয়েছেন এবার থেকে ভারতীয় দলে পারফরমেন্সই শেষ কথা হবে। ভারতীয় দলের উন্নতির জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে রাজি দাদা।

Udayan Biswas

সম্পর্কিত খবর