বাংলাহান্ট ডেস্কঃ ইন্দোরে (Indoor) একটি রেকর্ড তৈরি হল, যেখানে ৭ কিমি লম্বা লাইন করে ১০ লক্ষের মানুষ একত্রে বসে খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। একসঙ্গে খুব বেশি হলে ১০০ থেকে ১৫০ জন মানুষ একসঙ্গে বসে খাবার খাওয়ার কথা শোনা যায়। কিন্তু একসঙ্গে এই ১০ লক্ষ লোকের একত্রে বসে খাবার খাওয়ার ঘটনা নজির গড়ল।
ইন্দোরে ৭২ ফুট উঁচু অষ্টধাতু দিয়ে তৈরি হনুমান (Hanuman) মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ১৪ বছর ধরে এই মূর্তির নির্মান কজ চলছিল। মূর্তি তৈরির পর টানা ৯ দিন ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বহু মানুষ এসে অংশগ্রহণ করেন। প্রসাদ বিতরণের সময় আয়োজকরা বলেন প্রায় ১০ লক্ষ মানুষ প্রসাদ (Prasad) গ্রহণ করেন। সকলেই এই পূজোর পর প্রসাদ গ্রহণের সমান সুযোগ পান।
এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হল এখানে প্রসাদ গ্রহণের সময় প্রায় ১০ লক্ষ মানুষ একত্রে বসে প্রসাদ গ্রহণ করেছেন। দুটো লাইন করে একসঙ্গে প্রায় ১০ লক্ষ মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন। যা ইন্দোরের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করল। ১০ হাজার মানুষকে এই প্রসাদ বিতরণের দ্বায়িত্ব দেওয়া হয়েছিল। ৭ কিমি লাইন জুড়ে খাবার পরিবেশনের জন্য বাইক এবং রিক্সা ব্যবহার করা হয়েছিল। এটা খুবই মুসকিল ছিল, কিন্তু তাঁর মধ্যেও সুস্টভাবে সম্পন্ন করা হয় এই অনুষ্ঠান।
২ হাজার বোতল শুদ্ধ দেশী ঘি, ১ হাজার কুইন্টাল চিনি, ১ হাজার কুইন্টাল আটা এবং ৫০০ কুইন্টাল সবজি দিয়ে পরিমাণ মতো মশলা প্রয়োগ করে যত্ন সহকারে এই অনুষ্ঠানের রান্না করা হয়েছিল। ইন্দোর ছাড়া দেবাস, উজ্জেন এবং আশেপাশের জায়গা থেকেও মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিন্তু এই ৭ কিমি রাস্তায় খাবার খাওয়ার পর কোন নোংরা ছড়িয়ে রাখা হয়নি। খাবার পরিবেশনের মতই নোংরা পরিস্কার করার লোকও দ্রুততার সঙ্গে রাস্তা পরিস্কারে কাজ করেছিল। যার ফলে সবচ্ছতার দিকটাও বজায় ছিল।