ভোটের আগেই BJP তরফে বিরাট গিফট পেলেন অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র! তালিকায় আরও ৬ জন

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এরই মাঝে নিরাপত্তা বাড়ানো হল বাংলার ৬ বিজেপি প্রার্থীর। বিজেপি সূত্রে খবর ভোটপর্ব মিটে যাওয়া কেন্দ্রীয় নিরাপত্তায় থাকবেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly), বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালি আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র (Rekha Patra) সহ আরও ৬ জন।

এবারের লোকসভা নির্বাচনে চর্চার শিরোনামে যে নাম তা হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Of Calcutta High Court Abhijit Gangopadhyay)। পেয়েছেন টিকিটও। এবার তমলুকের বিজেপি প্রার্থীকে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা।

বিজেপি সূত্রে আরও খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হবে ওয়াই (Y) ক্যাটাগরি নিরাপত্তা। ওদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে দেওয়া হচ্ছে এক্স (X) ক্যাটাগরি সুরক্ষা। এই দুজন ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তায় থাকবেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী।

bjp flag

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মমতার গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্ত? বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বিজেপি প্রার্থী ছাড়াও কোচবিহারের বিজেপি নেতা অভিজিৎ বর্মন, তাপস দাসকেও দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। প্রসঙ্গত, নির্বাচনের সময় বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রের দলীয় প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধি করার পরিকল্পনা আগেই ছিল বিজেপির (BJP)। সেই মতো স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন জানানো হয়েছিল। এবার অনুমোদন মিলতেই কড়া হল প্রার্থীদের নিরাপত্তা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর