পুরী মন্দিরের সামনে ভয়ানক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মারাত্মক জখম ৬ স্কুলছাত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রায় প্রতিদিন বহু ভক্ত ভিড় করেন পুরীর মন্দিরে। অনেকেই জানেন এই মন্দিরে কি পরিমান ভিড় হয়। বড়দিনের দিন অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভক্ত সমাগম হয়েছিল এই মন্দিরে। আর সেই ভিড়ের ধাক্কায় রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর ফলে গুরুতরভাবে জখম হন ৬ স্কুল ছাত্রী।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যেবেলা। জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ভক্তদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। শুরু হয় ঠেলাঠেলি। ভিড়ের চাপে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যান ৬ জন ছাত্রী। অনেকে আবার তাদের উপর হুমরি খেয়ে পড়েন। এই ঘটনার ফলে ৬ জন ছাত্রী গুরুতর ভাবে জখম হন।

এরপর ছাত্রীদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে পুরীর মন্দিরে অতিরিক্ত ভক্ত সমাগম হয়েছিল। ঈশ্বর দর্শন করতে ধাক্কাধাক্কি শুরু হয়। ৭০ জনের একটি দলের সাথে ওই ছাত্রীরা এসেছিল। ওই ছাত্রীরা ময়ূরভঞ্জ জেলার রাস গোবিন্দপুরের একটি স্কুলের পড়ুয়া।

সূত্রের খবর, ছাত্রীরা সারাদিন কাটায় সমুদ্র সৈকতে। এরপর সন্ধ্যা বেলায় আসে জগন্নাথ দেবের মন্দিরে। রাত আটটা নাগাদ তারা মন্দিরের ভেতর যায় দর্শনের জন্য। ২২ ধাপ সিঁড়ি চড়ার পরেই নিচে পড়ে যান ৬ জন ছাত্রী। তাদের উপর পড়েন আরও কয়েকজন। আহত হওয়া ছাত্রীরা নবম ও দশম শ্রেণীর পড়ুয়া। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X