ফিরবে ত্বকের জেল্লা, দূর হবে সান ট্যান, এই ভাবে কলা ব্যবহার করে ৫ মিনিটে দেখুন ম্যাজিক

বাংলা হান্ট ডেস্কঃ প্রচন্ড গরমে জেল্লা হারিয়েছে ত্বক (Skin)? সাথেই মুখ ঢেকেছে কালিভাবে! তবে চিন্তার কিছু নেই, ভরসা রাখুন কলার (Banana) ওপর। বিভিন্ন আবওহাওয়ায় ত্বকের ওপর পড়া প্রভাব থেকে মুক্তি দিতে পারে কলা। কলার মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস শরীরের পাশাপাশি ত্বকের জন্যও ভীষণ ভাবে উপকারী।

ত্বক ও চুল (Hair) ভাল ও সুন্দর রাখতে কলার বহু গুন। এতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের যত্ন নিতে সাহায্য করে। ত্বকের হারানো জেল্লা ফেরানোর পাশাপাশি ব্রণর সমস্যা, মুখের দাগ দূর করতেও কলার জুড়ি মেলা ভার। জেনে নিন কিভাবে ব্যবহার করলে মিলবে ম্যাজিকের মতো ফল।

একটি পাকা কলা ব্লেন্ড করে তাতে কয়েক ফোটা মধু দিয়ে ফেসপ্যাক বা ফেসমাস্ক তৈরি করে নিতে পারেন। তারপর সেটা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এতে ত্বক যেমন মোলায়েল হবে তেমনি কলার মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

banana

কলার খোসাও কিন্তু কম কাজের জিনিস নয়। মুখে ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে সরাসরিব্য়বহার
ব্যবহার করুন কলার খোসা। এতে যেমন ব্রণর সমস্যা কমবে তেমনি নিয়মিত ব্যবহার করলে বলিরেখা, চুলকানি ও কালচে দাগছোপ কমাতেও সাহায্য করে।

কলার মধ্যে অলিভ অয়েল ও মধু মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। স্নানের আগে পুরো মুখে ভাল করে লাগিয়ে কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালো দাগছোপ যেমন দূর হয় তেমনি গরমে রোদের তাপে পুড়ে যাওয়া কালচে ভাবে কমাতেও সাহায্য করে। নিয়মিত কলার ব্যবহারে বলিরেখার সমস্যাও অনেকটা কম থাকে। তাই আর দেরী নয়, একটি কলা দিয়েই করুন রূপচৰ্চা, ফিরিয়ে আনুন ত্বকের হারানো জেল্লা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর