তারুণ্যময় ত্বক চান? দুধ করবে কামাল!

বাংলাহান্ট ডেস্ক:  সুন্দর, ঝলমলে ত্বক কে না চান? স্বাস্থ্যবান ত্বক দেখতেও অনেক ভাল লাগে। তবে ত্বকে তারুণ্য ধরে রাখা খুব একটা সহজ কাজ নয়। জানতে হবে সঠিক উপায়। সেই সব টিপস ঠিক মতো মেনে চললেই খুব সহজে পেয়ে যাবেন উজ্জ্বল ও সুন্দর ত্বক। এখানে রইল তেমনই কিছু টিপস যা বাড়িতে করা খুবই সহজ আর কম সময় সাপেক্ষ।

মুখে সাবান ব্যবহার করা উচিত নয় একেবারেই। বেশিরভাগ সাবানেই থাকে ক্ষতিকারক কেমিক্যালস ও ক্ষার। মুখের ত্বক তুলনামূলক অনেক নরম। সাবানে থাকা কেমিক্যালস মুখের নরম ত্বকের ক্ষতি করে। সাবানের বদলে মুখ পরিস্কার করতে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসওয়াশ বা আয়ুর্বেদিক ফেসওয়াশ।

Main 37b9e6ff cff4 43f3 92c6 121f6dd472e4

কাঁচা দুধ ত্বকের পক্ষে খুবই ভাল। ত্বক পরিস্কার করতে দুধের ব্যবহার বহুদিন ধরে চলে আসছে। তবে ত্বক পরিস্কার করতে সবসময় কাঁচা দুধ ব্যবহার করাই উচিত। কাঁচা দুধে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে চেপে চেপে মুখ, গলা, ঘাড় ভাল করে পরিস্কার করুন। তারপর ঠান্ডা জলে ভাল করে ধুয়ে নিন। এতে ত্বক কোমল ও তারুণ্যময় থাকবে।

photo 1517448931760 9bf4414148c5

ত্বকে কাঁচা দুধ ব্যবহার করলে ত্বকের কালচে ভাবও দূর হয়। সঙ্গে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ধরে রাখে। ত্বক অনেক কোমলও হয়। নিয়মিত এই নিয়মগুলি মেনে চললে শীঘ্রই পেয়ে যাবেন ঈর্ষনীয় ত্বক।


Niranjana Nag

সম্পর্কিত খবর