বাংলাহান্ট– ত্বকের সমস্যা এমন একটি সমস্যা যা নিয়ে আমাদের উদ্বেগের শেষ নেই। ব্রণ থেকে বলিরেখা ত্বককে মসৃণ ও সুন্দর করতে চান আট থেকে আশি প্রায় সবাই।জানলে অবাক হবেন বাজারজাত বিভিন্ন নামিদামি সংস্থার প্রোডাক্টকে হারিয়ে দিতে পারে আমাদের নিত্য ব্যবহারের টুথপেষ্ট। দাঁতের যত্নে টুথপেষ্টের উপকারিতার কথা আমরা সকলেই জানি, কিন্তু শুধু দাঁতই নয় ত্বকের স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে টুথপেষ্ট।
ব্রণঃ বয়ঃসন্ধিকালের এক অতি পরিচিত সমস্যা ব্রণ। রাতে শোয়ার আগে ব্রণ এর স্থানে টুথপেষ্ট লাগিয়ে ঘুমাতে যান। সকালে ফোলাভাব ও বেদনা দুইয়েরই কিছুটা উপশম হবে।
বলিরেখাঃ টিনেজারদের সমস্যা যদি ব্রণ হয় তবে যৌবনের শেষলগ্নে পা বাড়াবার সাথে সাথেই আমাদের জীবনে দেখা দেয় বলিরেখা। শুধু বয়সের কারনেই নয় স্ট্রেস,পর্যাপ্ত ঘুম না হওয়া ইত্যাদি বিভিন্ন কারনেও বুড়িয়ে যেতে পারে আপনার ত্বক। টুথপেস্ট ও জলের মিশ্রন পাতলা এবার মুখ, গলায়, ঘাড়ে প্রলেপ লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এ ভাবে নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
হোয়াইট হেডসঃ ব্ল্যাক হেডস-এর পূর্ববর্তী অবস্থা হল হোয়াইট হেডস। ধুলো, ময়লা ও দূষণের কারনে লোপকূপের ছিদ্র বন্ধ হয়ে গেলে এই হোয়াইট হেডস দেখা দেয়। রয পুরু করে টুথপেস্টের প্রলেপ লাগান হোয়াইট হেডস এ। শুকানোর পর খুঁটে খুঁটে তুলে ভাল করে মুখ ধুয়ে নিন। সমাধান মিলবেই।
অনুজ্জ্বল ত্বকঃ ফেসওয়াসের মতই ব্যবহার করতে পারেন টুথপেষ্টকে, চটজলদি উজ্জ্বলতা মিলবে।