সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে নামার আগে বেকায়দায় ভারত! চোটের জন্য অনিশ্চিত ক্যাপ্টেন এবং পূজা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup) সেমিফাইনালে পৌঁছেছে। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) কেপটাউনে সিক্স গান গ্রিল নিউলান্ড স্টেডিয়ামে মাঠে নামবে শেফালীরা (Shefali Varma)। ভারতীয় সমর্থকদের অনেকেই এই ম্যাচটিকে বদলার ম্যাচ হিসেবে দেখছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল দ্বৈরথের আগে ভারতীয় দলের রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছে।

আজকের এই ম্যাচে মাঠে নাও নামা হতে পারে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং দলের অন্যতম প্রধান পেসার পূজা ভাস্ত্রেকরের (Puja Vastrakar)। তাদের দুজনেরই শরীর খারাপ এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভারতীয় দল যদিও এখনো দুজনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টিম ম্যানেজমেন্টের মধ্যে কয়েকজনের বিশ্বাস যে তারা আজ সন্ধ্যার আগে সুস্থ হয়ে উঠতে পারবেন এবং তাদের নিয়ে সে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের একদম আগে।

pooja harmanpreet

শেষপর্যন্ত যদি হরমনপ্রীত মাঠে না নামতে পারেন তাহলে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পাবেন স্মৃতি মান্ধানা। আর অপরদিকে পূজা ভাস্ত্রেকারের সঙ্গে সঙ্গে ফিটনেসের সমস্যায় ভোগা বাঁ-হাতি স্পিনার রাধা যাদবের মাঠে নামা নিয়েও সংশয় রয়েছে। তারা দুজন না নামতে পারলে ভারতীয় দলকে বোলিং কম্বিনেশনও চেঞ্জ করতে হবে। দলে সেক্ষেত্রে জায়গা হতে পারে বাঁ-হাতি পেসার অঞ্জলি সর্বানির।

একজন ব্যাটার হিসেবে হরমনপ্রীতের জায়গায় দলে আসতে পারেন হার্লিন দেওল বা ইয়াস্তিকা ভাটিয়া। দুঃখজনক ব্যাপার হলো যে এই টুর্নামেন্টে পূজা এবং ভারতীয় অধিনায়ক কেউই নিজেদের সেরা ছন্দে নেই। কিন্তু হরমনপ্রীত বড় ম্যাচের অভিজ্ঞ প্লেয়ার এবং একাধিক সময়ে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। শেষ পর্যন্ত তাকে না পেলে সেটা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা হিসেবেই গণ্য হবে।

আজ ভারতীয় সময়ে সন্ধ্যা ৬.৩০ নাগাদ দুই দল সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হবে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। এবারের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারত। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল অজিরা। এবারও তারা টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি এখনও পর্যন্ত। তাই ভারতের কাজটা একেবারেই সহজ হবে না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর