অতীতে ভারতের টেষ্ট ম্যাচ অনুষ্ঠিত হত শুধুমাত্র কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু এবং দিল্লীতে। কিন্তু তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে টেষ্ট ক্রিকেট কে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য পুরোনো রীতি ভেঙ্গে দেশের ছোটো ছোটো শহরগুলিতে টেস্ট ক্রিকেট আয়োজন করার কথা ঘোষণা করা হয়। আর তারপর থেকেই ভারতের বিভিন্ন ছোট ছোট শহরের স্টেডিয়াম গুলোতে টেস্ট ক্রিকেট হয়ে আসছে। আর এবার ভারতীয় ক্রিকেটের বোর্ডের এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এইদিন রাঁচি টেস্টে দর্শক সংখ্যা ছিল অত্যন্ত কম। আর এত কম দর্শক হওয়ার ফলে খেলোয়াড়দের উপর যে তার প্রভাব পড়েছে সেটা বলাই বাহুল্য। তার সত্বেও ভারতীয় দল নিজেদের সেরাটা উজাড় করে এই ম্যাচ জিতে সাউথ আফ্রিকা কে হোয়াইটওয়াশ করেছে। এইদিন সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন যে আমি চাই ভারতের নির্দিষ্ট কিছু ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট খেলা অনুষ্ঠিত হোক অর্থাৎ ভারতের সেরা পাঁচটি ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। বিরাট কোহলি বলেন যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ছোট শহর গুলিকে টেস্ট ম্যাচ আয়োজন করার দায়িত্ব দিয়েছে বিসিসিআই। কিন্তু সেই সমস্ত স্টেডিয়াম গুলিতে দর্শক সংখ্যা অত্যন্ত কম তাই বিরাট চান সেরা পাঁচ কেন্দ্রে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হোক। সেই সাথে বিরাট বলেন একদিনের ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচ গুলি ছোট ছোট শহরগুলিতে দেওয়া যেতে পারে।
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া টেস্ট এর ঐতিহ্য বজায় রেখে দেশের নির্দিষ্ট কিছু স্টেডিয়ামে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত করে থাকে এর ফলে বিদেশি দলগুলির সেই সমস্ত দেশগুলিতে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার আগে স্টেডিয়াম সম্পর্কে ধারণা নিয়ে যেতে পারে ফলে ম্যাচ গুলি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড তাদের লন্ডনের দুটি স্টেডিয়াম ওভাল এবং লর্ডস, এছাড়াও ম্যাঞ্চেস্টার, লিডস, বার্মিংহোম এবং নটিংহামে টেষ্ট ম্যাচ দিয়ে থাকে। অস্ট্রেলিয়া এডিলেট, মেলবোর্ন, ব্রিসবেন, সিডনি এবং পার্থ স্টেডিয়ামে বিদেশি দল গুলির টেস্ট ম্যাচ দিয়ে থাকে। আর এবার বিরাট কোহলিও চান ভারতও যাতে তাদের নির্দিষ্ট কিছু বড় শহরে টেস্ট ম্যাচের আয়োজন করে। তাহলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতীয় টেস্টের ঐতিহ্য বৃদ্ধি পাবে এবং টেস্ট খেলার মান বাড়বে।