স্কাইয়ের শতরানের পর বোলারদের অসাধারণ বোলিং! বিরাট ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ দখল ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাট হাতে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) তাণ্ডবের পর জ্বলে উঠলো বোলিং বিভাগ। যাবতীয় আশঙ্কা কাটিয়ে রাজকোটে (Rajkot) ৯১ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) তরুণ ভারতীয় ব্রিগেড। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় এবং তারপর দ্বিতীয় ম্যাচে ১৬ রানের ব্যবধানে হার অনেককেই চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের অনবদ্য পারফরম‍্যান্সের কারনে কোনও সুযোগই পায়নি শ্রীলঙ্কা।

টসে জিতে রাজকোটের পাটা পিচে ভারতীয় দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শুরুতেই ঈশান কিষান আউট হওয়ার পর অত্যন্ত ভালো ব্যাটিং করছিলেন রাহুল ত্রিপাঠি। ১৬ বলে ৩৫ রান করে দুর্ভাগ্যবশত তিনি আউট হন। এরপর শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের মধ্যে ১১১ রানের একটি পার্টনারশিপ হয়। এখানে শুভমান গিলের কাজটা ছিল শুধুমাত্র স্ট্রাইকটি স্কাইয়ের হাতে তুলে দেওয়া। তার স্কুপ, স্লগ সুইপ, ইন-সাইড আউট শট দেখে মোহিত হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা‌।

গত দুই ম্যাচে ব্যর্থ হওয়ার কারণে শুভমান গিল আজ প্রথম দিকে অতিরিক্ত সতর্ক হয়ে ব্যাটিং করছিলেন। কিন্তু তাতে কোনও অসুবিধাই হয়নি সূর্যকুমারের। তিনি আপন ছন্দে ব্যাটিং করতে করতে প্রথম ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তারপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় শতরানটি পূরণ করতে তার লাগে আর ১৯ বল।

stylish suryakumar

শেষপর্যন্ত স্কাই অপরাজিত থাকেন ৫১ বলে ১১২ রানের একটি অনবদ্য ইনিংস খেলে। শুভমান গিল কিছুটা আগ্রাসি হওয়ার চেষ্টা করে ৪৬ রানে আউট হওয়ার পর দীপক হুডা ও হার্দিক পান্ডিয়া কিছুই করতে পারেননি। কিন্তু ফর্মে থাকা অক্ষর শেষ দিকে ৯ বলে ২১ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে ২২৯ অবধি পৌঁছতে সহায়তা করেন।

এরপর ভারতীয় বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা মরিয়া আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং দশ ওভারের পর থেকেই শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যেতে শুরু করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক দাসুন শানাকা (২৩)। কিন্তু মাত্র ১৬.৪ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে যায় দ্বীপরাষ্ট্রের দলটি। গত ম্যাচে জঘন্য পারফরম‍্যান্সের পর আজ দুর্দান্ত প্রত্যাবর্তন করে মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অর্শদীপ। ২ টি করে উইকেট নেন হার্দিক, উমরান এবং চাহাল। মাভি উইকেট পাননি কিন্তু আজ মাত্র এক ওভার বল করে ৬ রান দিয়েছেন তিনি। একটি উইকেট জুটেছে অক্ষর প্যাটেলের কপালে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর