ক্ষমতায় এলে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমিতে নিষিদ্ধ হবে ‘গোহত্যা’, প্রতিশ্রুতি দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ ভোট প্রচারে গিয়ে এক বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। ক্ষমতায় এলেই নবদ্বীপে কসাইখানা বন্ধ করার ঘোষণা করলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নবদ্বীপে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি।

বাংলায় নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নীল বাড়ি দখলের লড়াইয়ে কোমর বেঁধে নেমে পড়েছে সকল রাজনৈতিক শিবির। চলছে বিভিন্ন সভা সমাবেশে পূর্বেকার কাজের হিসাবের সঙ্গে চলছে নানারকম প্রতিশ্রুতি প্রদানের লড়াই। কিন্তু এরই মাঝে আবার নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে শাসক দল এবং বিজেপি থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়ে নির্বাচন কমিশন।

tmc attacks on dilip ghosh road show

প্রচার পর্ব চলাকালীন বৃহস্পতিবার নবদ্বীপে গিয়ে এক প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যে পরিবর্তনের আঁচ করতে পেরে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন তৃণমূলনেত্রী। ক্ষমতাই এলেই ওনাকে জেলে ভরা হবে, সেইসঙ্গে ওনার সঙ্গ দিতে কয়েকজন ইঞ্চি সাইজ, ফুট সাইজের নেতাকেও জেলে পাঠানো হবে। আমরা ক্ষমতায় এলে চিকিৎসক থাকবেন হাসপাতালে, থানায় সিভিক ভলান্টিয়ার নয়, পুলিশ থাকবে। মঠ মন্দিরের উপর কেউ দখলদারি করতে পারবে না। কসাইখানা বন্ধ করা হবে নবদ্বীপে’।

প্রসঙ্গত, শীতলকুচি কাণ্ডে বিজেপি নেতা রাহুল সিনহার নির্বাচনী প্রচারে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি রাজ্য গেরুয়া শিবিরের প্রধান দিলীপ ঘোষকে শোকজ নোটিস ধরিয়েছিল নির্বাচন কমিশন। তাঁতে বুধবার সকাল ১০ টার মধ্যে জবাব তলব করেছিল কমিশন। তবে সেই জবাব দেওয়ার পরও রেহাই মিলল না দিলীপ ঘোষের। শীতলকুচি গুলি কাণ্ডে আপত্তিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল কমিশন।


Smita Hari

সম্পর্কিত খবর