‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’! তৃণমূলের ধর্নামঞ্চ থেকে উঠল স্লোগান, তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে নানান কর্মসূচি হচ্ছে। প্রায় রোজই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলির তরফ থেকেও নানান ধরণের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সম্প্রতি যেমন তৃণমূলের একটি ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে এমন স্লোগান উঠল, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’, (Mamata Banerjee) তৃণমূলের ধর্নামঞ্চে উঠল স্লোগান!

ঘটনাটি ঘটেছে গত রবিবার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সেদিন গোটা রাজ্যে নানান কর্মসূচি পালন করেছে তৃণমূল। দলের সেই নির্দেশ অনুযায়ী, মালদার হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ে শাসক দলের একটি ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, দুই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ জেলা এবং ব্লকের তাবড় তাবড় নেতৃত্ব।

আরজি কর কাণ্ডে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় অপরাধীর ফাঁসির দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে এক এক করে বক্তারা বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্য শেষ হওয়ার পর মঞ্চ থেকে সবাই নামার আগে স্লোগান তোলা হয়। সেখানে আচমকাই স্লোগান ওঠে, ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’।

আরও পড়ুনঃ CBI জেরা চলছে! এর মাঝে হাইকোর্টে ছুটলেন সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে নয়া মোড়?

এই স্লোগানের সঙ্গে গলা মেলাতে থাকেন ধর্নামঞ্চে উপস্থিত প্রায় সকলে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। মন্ত্রীর ছায়াসঙ্গী তথা স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতা শেখ মংলুদ্দিনের গলায় শোনা যায় এই স্লোগান। কর্মসূচির সমাপ্তির ঘোষণার আগে তিনি এই স্লোগান দেন। বলেন, ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’! আর তাতেই গলা মেলান উপস্থিত প্রায় প্রত্যেকে।

Mamata Banerjee Trinamool Congress program

যদিও কিছুক্ষণের মধ্যেই সবার ভুল ভেঙে যায়। একে অপরের মুখ চাওয়াচাওয়ির পর মংলুদ্দিনকে তিরস্কার করতে শুরু করেন অনেকে। পরবর্তীতে তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের ১ (এ) ব্লক সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘সেদিন ধর্না কর্মসূচির শেষ লগ্নে এই ঘটনা ঘটেছিল। আমরা স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করছিলাম। মন্ত্রী তাজমুল হোসেনের ছায়াসঙ্গী তথা দলের জেলা কমিটির সম্পাদক শেখ মংলুদ্দিন স্লোগান দিচ্ছিলেন। তিনি হঠাৎ বলে ওঠেন, ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’। আসলে তিনি বলতে চেয়েছিলেন, মমতা ব্যানার্জিও (Mamata Banerjee) দোষীদের ফাঁসি চান’। আগামীদিনে যাতে এমন ভুল না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানান তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর