বাংলাহান্ট ডেস্ক : দেশের রাজনৈতিক নেতারা এবার চরম সংকটে ভুগবেন। তাঁদের জন্য আকাশযাত্রাও আর নিরাপদ নয়। সোমবার কান্নুর (Kannur) থেকে তিরুঅনন্তপুরম (Thiruvananthapuram) থেকে বিমানে ফিরছিলেন কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister) পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan)। তখনই বিমানের ভিতরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান দুই কংগ্রেস কর্মী। এমনকী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা।
ওই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। আর ভাইরাল হওয়ার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। বিজয়নের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তথা এলডিএফের আহ্বায়ক ই পি জয়ারাজন (LDF convener E P Jayarajan )। তিনি অভিযোগ করেন, ‘কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতেও উদ্যত হন।’ যদিও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি বলেই জানা যাচ্ছে।
এদিন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি কে এস সবরিনাথান (K S Sabarinathan) তিন সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে কালো পোশাক পরা দু্ই কংগ্রেস কর্মী বিমানের ভিতরে বসে থাকা কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan) ইস্তফা চেয়ে স্লোগান দিচ্ছেন। হঠাৎ এই বিক্ষোভে হতচকিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীরা। তখনই এলডিএফের আহ্বায়ক ইপি জয়ারাজনকে (E P Jayarajan ) দেখা গিয়েছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
This video clearly shows LDF Convener EP Jayarajan manhandling and pushing 2 passengers who raised slogans. Why is it that @IndiGo6E, @DGCAIndia,@JM_Scindia are not registering an FIR against him? Is justice selective in the new India? #ArrestJayarajan pic.twitter.com/RTiHvIwKyT
— Sabarinadhan K S (@KSSabari1983) June 16, 2022
বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, তিরুঅনন্তপুরম (Thiruvananthapuram ) বিমানবন্দরে নামার সময়েই ওই ঘটনা টি ঘটে। যদিও এই ঘটনার প্রতিবাদে কেরালা সিপিএমের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সোনা চোরাকারবার মামলায় অভিযুক্ত স্বপ্না সুরেশ (Swapna Suresh) সম্প্রতি দাবি করেন, সোনা চোরাকারবারের ঘটনায় মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও জড়িত। আর ওই দাবির পরেই পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan) ইস্তফার দাবি আরও জোরালো হয়ে উঠেছে। সর্বসেশ খবর অনুযায়ী, ইন্ডিগো কর্তৃপক্ষ ওই কংগ্রেস নেতাদের বিমানে ওঠায় নিষেধাজ্ঞা জারি করেছে।