বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতার (Kolkata) রাজপথে চাকরির দাবিতে আন্দোলনে সামিল হওয়া এক SLST আন্দোলনকারীর দুঃখজনক মৃত্যু ঘটেছে। মূলত, গত শনিবার তিনি দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার কুশমন্ডি ব্লকের আমিনপুর বাজারপাড়ায় তাঁর বাড়িতে গিয়েছিলেন। আর সেইখানেই রবিবার আচমকাই মৃত্যু ঘটে ওই চাকরিপ্রার্থীর।
ওই মৃত চাকরিপ্রার্থীর নাম হল ইমরান হোসেন (৩৪)। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইমরান ওয়েস্ট বেঙ্গল নিউ SSC SLST গ্রুপ সি-ডি একতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। তিনি গত শনিবার নিজের বাড়িতে যান এবং রবিবার সকালে বাবার সাথেই বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফিরে এসে তিনি মুড়ি খাচ্ছিলেন। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
এদিকে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করানো হয় সিটি স্ক্যান। যদিও, শেষ রক্ষা হয়নি। এদিকে, ভাইপোর এই মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে ইমরানের কাকা আনোয়ার হোসেন জানিয়েছেন, “বাজার করে এসে ও ১০টা নাগাদ বাড়িতে ফেরে। খেতে খেতে আচমকাই দেখি ওর মুখটা বেঁকে যাচ্ছে। তারপরই পড়ে যায়।”
আরও পড়ুন: মাত্র ৫ ঘন্টায় পৌঁছনো যাবে গুয়াহাটি? সিকিমে দৌড়নোর জন্য প্রস্তুত বন্দে ভারত
পাশাপাশি, তিনি আরও জানান যে, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের পরামর্শ মতো সিটি স্ক্যান করানো হয়। তারপরেই চিকিৎসকরা জানান ইমরান মারা গিয়েছেন। এদিকে, চোখের সামনেই তরতাজা ছেলের এভাবে চলে যাওয়ায় রীতিমতো বাকরুদ্ধ হয়েছেন বাবা আনিসুর রহমান।
আরও পড়ুন: চিনের সাথে দূরত্ব বাড়িয়ে ভারতকে আপন করছে Apple! বিরাট ঘোষণা করলেন টিম কুক
চোখের জল ফেলতে ফেলতেই তিনি জানান, “আমার সঙ্গেই ও বাজার করে এলো। এসে একটু খাচ্ছিল। তারপরই কী যে হল কিছুই জানিনা। সবাই বলছে ব্রেন স্ট্রোক। আমার ছেলে চাকরি বাকরির চিন্তা নিয়ে সবসময় থাকত। কিন্তু এমনটা যে হবে ভাবতেও পারিনি।” এদিকে চাকরিপ্রার্থীর এই মৃত্যুর খবর ইতিমধ্যেই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। যেখানে তৈরি হয়েছে শোকের আবহ।