বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি নিয়ে অগ্নিগর্ভ বাংলা। গতকালই ৭৭ জন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীকে টেনে হিঁচড়ে থানায় তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। গতকাল দুপুর থেকেই শহিদ মিনার চত্বর উত্তাল ছিল এসএলএসটি প্রার্থীদের বিক্ষোভের জেরে। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে খানিক ধস্তাধস্তিও হয় চাকরিপ্রার্থীদের।
জানা যাচ্ছে তারপরই বিক্ষোভকারীদের চুলের মুঠি ধরে পুলিশ ভ্যানে তোলে। এরপর আরও শোনা গেল আরও ভয়ঙ্কর খবর। সূত্রের খবর, লালবাজারের বাথরুমে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন চারজন চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অতন্ত আশঙ্কাজনক।
গত ৭০ দিন ধরেই এই শহিদ মিনার চত্বরে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন এসএসসি আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সেখান থেকে তাঁদের জোর করে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভ সমাবেশ করছিলেন। হঠাৎই ধর্না মঞ্চের সামনে এসে হাজির হয় পুলিশ। তাঁদের উঠে যেতে বলে আদেশ দেয়। শুরু হয় ধ্বস্তাধ্বস্তিও। চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরাতে তৎপর ছিল পুলিশ। এমনকি অভিযোগ আন্দোলনকারীদের অনেককে পাঁজাকোলা করে তুলে নিয়ে যেতেও দেখা যায় পুলিশকে।
এসএসসি দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তুলকালাম চলছে রাজ্যে। দফায় দফায় বিক্ষোভ-ধর্না করছেন চাকরিপ্রার্থীরা। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা দিয়েছিলেন আন্দোলনকারীদের স্থায়ী শিক্ষক পদে নিয়োগ করা হবে। কিন্তু তার পরেও কোন কাজ না হওয়ায় শহিদ মিনারের পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তার মধ্যেই আজ ভয়ংকর কাণ্ড বেঁধে যায় ধর্মতলায় ধর্না মঞ্চের সামনেই। এরপরেই থানায় গ্রেফতার হওয়া চাকরিপ্রার্থীদের বিষ খাওয়ার খবর শোনা যায়। জানা যাচ্ছে, চারজন ফিনাইল খেয়ে ফেলেছেন। তার মধ্যে দু’জনের অবস্থা বেশ সঙ্কটজনক বলেই গোপন সূত্রে খবর।