বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের উন্নয়নের দিকে বিশেষ নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আমলে বহু জনপ্রিয় স্থানের সৌন্দর্যায়ন হয়েছে। এবার যেমন বাগবাজারে সারদা মায়ের বাড়ির এলাকার সৌন্দর্যায়ন হতে চলেছে। প্রত্যেক বছর দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন। বিদেশ থেকেও অনেক দর্শনার্থী আসেন এখানে। এবার সেখানকারই ‘ভোলবদলে’র দায়িত্ব নিয়েছে কলকাতা কর্পোরেশন। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
৩০০ ফ্ল্যাট বিতরণ করা হবে! জানালেন ফিরহাদ (Firhad Hakim)
বছর শেষের আগেই রাজ্যের আর্থিকভাবে দুর্বল মানুষদের বাড়ি তৈরির টাকা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বাগবাজারে সারদা মায়ের বাড়ির এলাকা নিয়েও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানকার বস্তিবাসীদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে (Banglar Bari Scheme) নতুন ফ্ল্যাট দেওয়া হবে। সম্প্রতি এই নিয়ে কথা বলেন কলকাতার মেয়র।
জানা যাচ্ছে, সৌন্দর্যায়নের দ্বিতীয় ধাপে এই ফ্ল্যাট তৈরির কাজ হচ্ছে। মঙ্গলবার সেই কাজ পরিদর্শন করতে যান ফিরহাদ। কাজ পরিদর্শনের পর কলকাতার মেয়র বলেন, আগামী বছর পুজোর আগেই দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হবে। ফলে শীঘ্রই বস্তিবাসীদের একাংশ নতুন ফ্ল্যাট পেয়ে যাবেন বলে খবর।
আরও পড়ুনঃ ‘ফুলকি’র আগুনে ছারখার সব! ছিটকে গেল পর্ণা-পরিণীতা! নতুন বেঙ্গল টপারের নাম চমকে দেবে
কলকাতা কর্পোরেশন সূত্রে জানা যাচ্ছে, বাগবাজারে সারদা মায়ের বাড়ির (Baghbazar Sarada Mayer Bari) কাছে থাকা দু’শোর অধিক পরিবারকে ফ্ল্যাট বিতরণ করা হবে। সেই সঙ্গেই সারদা মায়ের বাড়ি থেকে মায়ের ঘাটে যাওয়ার যে রাস্তা, সেটাও সাজিয়ে তোলা হবে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে যে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, বস্তিবাসীদের সেখানে স্থানান্তর করে ওই জায়গায় নতুন গাছ, আলো লাগানোর পরিকল্পনা রয়েছে বলে খবর।
ফিরহাদ (Firhad Hakim) এই প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভীষণ শখের এই প্রকল্প। আর মায়ের বাড়ির গুরুত্ব ধর্মীয় বিশ্বাসের দিক থেকে এবং ঐতিহাসিক দিক থেকে অপরিসীম। তাই যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই প্রকল্পের কাজ চলছে’। রিপোর্ট বলছে, বস্তিবাসীদের জন্য মোট ১১টি টাওয়ার বানানো হবে। প্রত্যেকটি ফ্লোরে ৪টি করে ফ্ল্যাট থাকবে। ২২০টি পরিবার এই ফ্ল্যাট পেতে চলেছে বলে খবর।