বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে মানুষের আয় অপেক্ষা ব্যয় যেন দিনে দিনে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা দুর্বিষহ হয়ে পড়েছে। সামান্য কিছু অর্থ সঞ্চয় করলেও, তা কোন স্কিমে নিবিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হওয়া যাবে, এই হচ্ছে আর এক সমস্যা।
গ্রাহকদের সমস্য দূর করতে পোস্ট অফিস (post office) নিয়ে এল এক দুর্দান্ত স্কিম। যেখানে সামান্য ইনভেস্টের সঙ্গে থাকছে প্রতি মাসে আয়ের সুব্যবস্থাও। কি করে? আসুন জেনে নেওয়া যাক।
এই স্কিমের মাধ্যমে আপনার চাকরীথাকালীন বা চাকরী শেষে আপনি মাসে মাসে আর্থিক উপার্জন করতে সক্ষম হবেন। টাকা চোট যাওয়ারও কোন সম্ভাবনা থাকছে না আর বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে সংসার জীবন যাপন করতেই কোন আর্থিক সমস্যা বাঁধা হয়ে দাঁড়াবে না।
এমআইএস স্কিমে খুব সামান্য টাকা ইনভেস্ট করলেও, আপনি মাসে মাসে তা থেকে উপার্জন করতে পারবেন। নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট কিংবা পরিবারের কারো সঙ্গে দুই নামেও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই স্কুমে কোন ঝুঁকি থাকছে না।
আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক সাড়ে ৪ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা অবধি বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। আর এই স্কিমে বিনিয়োগ করা টাকা থাকার সময় কাল থাকছে ৫ বছর, চাইলে আপনি আরও ৫ বছরের জন্যও এগিয়ে নিয়ে যেতে পারবেন।