বাংলা হান্ট ডেস্কঃ দিনভর নন্দীগ্রামে নির্বাচন নিয়ে ছিল চরম উত্তেজনা। দুপুর ১টার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়া খতিয়ে দেখতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বয়ালে যান। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন যে, বিজেপি বহিরাগত গুন্ডা এনে এলাকায় অশান্তির সৃষ্টি করছে, ভোটারদের হুমকি দিচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী বয়ালের ৭ নং বুথে ৮০ শতাংশ ছাপ্পা ভোটেরও অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে।
কিন্তু মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ খারিজ করল কমিশন। তাঁদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, বয়ালের ৭ নং বুথে নির্বিঘ্নে নির্বাচন হয়েছে। কোথাও কোনও বাধা পড়েনি। জেনারেল অবজারভার হেমেন দাসের রিপোর্টের উপর ভিত্তি করে কমিশন জানিয়েছে যে, ওই বুথে বিকেল ৪টে পর্যন্ত ৭৪ শতাংশ ভোট পড়েছে। বুথের বাইরে হাজার তিনেক মানুষ একত্রিত হয়েছিল, কিন্তু তাঁরা সবাই সেখান থেকে চলে গিয়েছে আর নির্বিঘ্নে ভোট হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের ৭ নং বুথ থেকে বেরিয়ে যাওয়ার পর সেখানে গিয়েছিলেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। বুথে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন। ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে এখানে। উল্লেখ্য, বয়ালের ৭ নং বুথ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন যে, তিনি বাইরে থেকে গুন্ডা এনে সাধারণ মানুষদের ভোট দিতে দিচ্ছেন না।
#WATCH: West Bengal CM Mamata Banerjee speaks to Governor Jagdeep Dhankhar over the phone at a polling booth in Nandigram. She says, "…They didn't allow the local people to cast their vote. From morning I am campaigning…Now I am appealing to you, please see…" pic.twitter.com/mjsNQx38BB
— ANI (@ANI) April 1, 2021
আরেকদিকে, নির্বাচন কমিশনের বিবৃতিতে এও বলা হয়েছে যে, বয়ালের ৭ নং বুথে মুখ্যমন্ত্রীকে ঘণ্টা দেড়েক ঘেরাও হয়ে থাকার পরেও নির্বাচনী প্রক্রিয়ায় কোনও বাধা পড়েনি। সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই বুথের ৯৪৩ জন ভোটারের মধ্যে ৭০২ জন ভোটার ভোট দিয়েছেন। কমিশনের এই রিপোর্টের পর এক প্রকারে শুভেন্দু অধিকারীর জয় হয়েছে বলাই যায়।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…