বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার এখন অতীত। আজকের ম্যাচে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং সহ-অধিনায়ক হরমনপ্রীত কউরের দুর্দান্ত শতরানে ভর করে সুবিধাজনক জায়গায় ভারত। শনিবার আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৭ রানের বিশাল স্কোর খাড়া করলো ভারত। মহিলা বিশ্বকাপের ইতিহাসে তাদের সর্বোচ্চ স্কোর করেছে ভারত।
Smriti Mandhana’s outstanding innings has set India up for a big total against West Indies 🙌#CWC22 pic.twitter.com/XuvyJBdH62
— ICC (@ICC) March 12, 2022
স্মৃতি এই ম্যাচে তার পঞ্চম ওডিআই শতরান করেন, ১২৩ বলে একটি চাঞ্চল্যকর ১১৯ রানের ইনিংস খেলেন তিনি যা সাজানো ছিল ১৩ টি চার এবং ২ টি ছক্কা দিয়ে। সহ-অধিনায়ক হরমনপ্রীত ১০৭ বলে ১০৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন যা সাজানো ছিল 10টি চার এবং দুটি ছক্কা দিয়ে। এটি ছিল ওয়ান ডে ক্রিকেটে তার চতুর্থ শতরান। এই প্রথমবার বিশ্বকাপের ইতিহাসে দুই ভারতীয় ব্যাটার একই ইনিংসে শতরান করলেন।
India finish their 50 overs at 317/8, helped by two exquisite centuries by Smriti Mandhana and Harmanpreet Kaur 🙌
Can West Indies chase this mammoth total?#CWC22 pic.twitter.com/A0ao1wvpbS
— ICC (@ICC) March 12, 2022
অধিনায়ক মিতালি রাজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারত কিছুটা বেকায়দায় পড়লেও চতুর্থ উইকেটে ১৮৪ রানের জুটি গড়েন দুজন। বিশ্বকাপে যে কোনো উইকেটে এটাই ছিল ভারতের সর্বোচ্চ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ সবচেয়ে সফল বোলার ছিলেন, যিনি ৫৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন।
রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন এবং হেইলে ম্যাথিউস। ১০০ রানের ওপেনিং জুটি গড়েন তারা। অর্ধশতরান করেন ডটিন। কিন্তু ১০০ রানের দলগত স্কোরের মাথায় তাকে হারানোর পরেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করেছে ক্যারিবিয়ান দল। প্রতিবেদনটি লেখার সময় তাদের স্কোর ৫ উইকেট হারিয়ে ১২৭।