বাংলাহান্ট ডেস্ক: বছর শেষ হতে চললেও বিয়ের মরশুম কিন্তু এখনো শেষ হয়নি। সবে সবে বড়দিন গিয়েছে। আর একটা উৎসব শেষ হতে না হতেই আরেক উৎসবের সূচনা হয়ে গিয়েছে। খাস কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানির (smriti irani) বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই। বাগদান পর্ব সেরে ফেলেছেন মন্ত্রীর মেয়ে শ্যানেল (shanell irani)।
সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খুশির খবর জানিয়েছেন স্মৃতি। মেয়ে জামাইয়ের এনগেমেন্টের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বালিয়ারিতে সূর্যাস্তের আভাকে সঙ্গী করে হাঁটু মুড়ে বসে শ্যানেলের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন প্রেমিক অর্জুন ভল্লা। দ্বিতীয় ছবিতে হাসিমুখে সেলফি তুলেছেন শ্যানেল ও অর্জুন। অনামিকায় জ্বলজ্বলে হীরের আংটিও শো অফ করেছেন তিনি।
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে মজার সুরে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘যে মানুষটা আমাদের হৃদয় জিতে নিয়েছে, অর্জুন ভল্লা আমাদের পরিবারে স্বাগত। আশীর্বাদ করি তোমাকে কারণ এখন থেকে একটা পাগল লোক তোমার শ্বশুর হবেন আর আরো খারাপ যেটা, আমাকে শাশুড়ি হিসাবে মানতে হবে। (তোমাকে আনুষ্ঠানিক ভাবে সতর্ক করা হল) ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।’
স্মৃতি ইরানি শ্যানেলের সৎ মেয়ে। স্বামী জুবিন ইরানির প্রথম সন্তান তিনি। মন্ত্রীর নিজেরও দুই সন্তান রয়েছে, জোহর ও জোয়িশ। জানা যাচ্ছে, স্মৃতির হবু জামাই অর্জুন লন্ডন বিজনেস স্কুল থেকে এমবিএ পড়ছেন। স্মৃতির ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক একতা কাপুর শুভেচ্ছা জানিয়েছেন শ্যানেল ও অর্জুনকে।
https://www.instagram.com/p/CX6Y-hEP7yY/?utm_medium=copy_link
কিছুদিন আগে শোনা গিয়েছিল, নিজের লেখা বই ‘লাল সেলাম’ এর প্রচার করতে কপিলের শোতে এসেছিলেন স্মৃতি। কিন্তু তাঁকে দরজা থেকেই ফিরে যেতে হয়। নিরাপত্তারক্ষী সেট পর্যন্ত পৌঁছাতেই দেননি কেন্দ্রীয় মন্ত্রীকে। আধ ঘন্টা ধরে অপেক্ষা করে শেষমেষ ফিরেই যেতে হয় তাঁকে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীকে নাকি চিনতেই পারেননি দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী। স্মৃতি তাঁকে জানান যে, শুটিংয়ের জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। শোয়ের বিশেষ অতিথি স্মৃতি। উত্তরে নিরাপত্তা রক্ষী সাফ জানান, তাঁকে এ বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাই স্মৃতিকে তিনি ভেতরে যেতে দিতে পারেন না। তাও আধ ঘন্টা ধরে নাকি সেটের বাইরেই অপেক্ষা করেছিলেন তিনি। শেষমেষ পরের অনুষ্ঠানে পৌঁছাতে দেরি হয়ে যাওয়ায় সেট ছেড়ে বেরিয়ে যান স্মৃতি।