অনেক হল রাজনীতি, ভোটে হারতেই অভিনয়ে ফিরছেন স্মৃতি ইরানি! কোন সিরিয়ালে দেখা যাবে?

বাংলাহান্ট ডেস্ক : স্মৃতি ইরানির (Smriti Irani) বর্তমান পরিচয় একজন রাজনীতিবিদ হলেও অধিকাংশ মানুষই তাঁকে আগে থেকে চেনেন একজন খ্যাতনামা অভিনেত্রী হিসেবে। হিন্দি টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। বিশেষ করে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে তুলসী বিরানির চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় উঠেছিলেন স্মৃতি (Smriti Irani)। কিন্তু অভিনয় জগতে বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও তিনি পা রাখেন রাজনীতিতে। দূরত্ব বাড়ান অভিনয় জগৎ থেকে। তবে এবার এল এক সুখবর।

১৫ বছর পর অভিনয়ে ফিরছেন স্মৃতি ইরানি (Smriti Irani)

শোনা যাচ্ছে, দীর্ঘ ১৫ বছরের বিরতি শেষে আবারো লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফিরছেন স্মৃতি ইরানি (Smriti Irani)। আবারো ছোটপর্দাতেই তাঁকে দেখা যাবে বলে খবর। তবে কোনো নতুন সিরিয়াল নয়, একটি চলতি জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরেই নাকি কামব্যাক করতে চলেছেন স্মৃতি। কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে?

আরো পড়ুন : পেয়েছিল ভূতুড়ে তকমা, সুশান্তের মৃত্যুর ৪ বছর পর এখন কে থাকেন তাঁর ‘অভিশপ্ত’ ফ্ল্যাটে?

এই সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে

যেমনটা জানা যাচ্ছে, হিন্দি ছোটপর্দার সুপারহিট সিরিয়াল ‘অনুপমা’তে দেখা যাবে স্মৃতি ইরানিকে (Smriti Irani)। সম্প্রতি ১৫ বছর গল্প এগিয়ে গিয়েছে এই ধারাবাহিকে। আগের মুখ্য চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা প্রায় সকলেই ছেড়ে দিয়েছেন সিরিয়াল। যোগ দিয়েছেন নতুন মুখেরা। এবার স্মৃতিও নাকি যুক্ত হতে চলেছেন এই সিরিয়ালের সঙ্গে। রিপোর্ট বলছে, অনুপমা সিরিয়ালে রূপালি গঙ্গোপাধ্যায়ের বিপরীতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে স্মৃতি ইরানিকে (Smriti Irani)।

আরো পড়ুন : বলিউডের প্লেবয় থেকে রাহার দায়িত্বশীল বাবা, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি কীভাবে হলেন রণবীর?

আগেই ছেড়েছেন অভিনয়

উল্লেখ্য, খবর যদি সত্যি হয়, তবে দীর্ঘ ১৫ বছর পর আবার অভিনয়ে ফিরবেন স্মৃতি (Smriti Irani)। শেষবার তাঁকে দেখা গিয়েছিল মনিবেন ডট কম নামে একটি কমেডি শোতে। ২০০৯ সালে সম্প্রচারিত হয়েছিল শোটি। তবে তারও আগে ২০০৩ সালে অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন স্মৃতি ইরানি।

Smriti Irani

প্রসঙ্গত, অনুপমা সিরিয়ালটি এক ধাক্কায় এগিয়ে গিয়েছে দীর্ঘ ১৫ বছর। রূপালি গঙ্গোপাধ্যায় অনুপমা চরিত্রে থাকলেও অন্যান্য চরিত্রে অনেক রদবদল ঘটেছে। তবে এবার স্মৃতি ইরানি এই সিরিয়ালে যোগ দিলে টিআরপি যে আরো বাড়বে তা বেশ বোঝা যাচ্ছে।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর